Home> দেশ
Advertisement

এবার বউকে নিয়ে হানিমুনে যেতেও বিদেশমন্ত্রীকে টুইট, উত্তর দিলেন সুষমাও!

আম জনতার সঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের টুইটার কানেকশন সুবিদিত। এই তো দিনকয়েক আগে বাড়ির ফ্রিজ খারাপ হওয়া নিয়ে একজন টুইট করেন বিদেশমন্ত্রীকে। কালবিলম্ব না করে তিনি তাঁর উত্তরও দেন। এবার হানিমুনে বউকে ফিরিয়ে দেওয়ার আর্জি! দিল্লিবাসী তরুণের টুইটটি চোখে পড়া মাত্রই ব্যবস্থা নিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। টুইটে সেকথা জানিয়েওছেন তিনি।

এবার বউকে নিয়ে হানিমুনে যেতেও বিদেশমন্ত্রীকে টুইট, উত্তর দিলেন সুষমাও!

ওয়েব ডেস্ক : আম জনতার সঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের টুইটার কানেকশন সুবিদিত। এই তো দিনকয়েক আগে বাড়ির ফ্রিজ খারাপ হওয়া নিয়ে একজন টুইট করেন বিদেশমন্ত্রীকে। কালবিলম্ব না করে তিনি তাঁর উত্তরও দেন। এবার হানিমুনে বউকে ফিরিয়ে দেওয়ার আর্জি! দিল্লিবাসী তরুণের টুইটটি চোখে পড়া মাত্রই ব্যবস্থা নিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। টুইটে সেকথা জানিয়েওছেন তিনি।

দিল্লির ছেলে ফয়জান পাটেল। বিয়ের পর বউকে নিয়ে ইউরোপে হানিমুন প্ল্যান করেছিলেন তিনি। সবকিছু বেশ প্ল্যান মাফিকই চলছিল। কিন্তু রওনা দেওয়ার মুখে দেখা গেল,  স্ত্রী সানার পাসপোর্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য যে কেউ হলে ট্রিপ বাতিল করে দিতেন। কিন্তু ফয়জান অবশ্য সেটা করেন না। স্ত্রী সানাকে দেশে রেখে তিনি একাই বেড়িয়ে পড়েন ইউরোপ হানিমুনে। কিন্তু সেইসঙ্গে আরও মজাদার কাজ করেন ফয়জান।

প্লেনের সিটে বসে নিজের একটি সেলফি তোলেন ফয়জান। সেলফিতে দেখা যায়, ফয়জানের পাশের সিটে লাগানো রয়েছে স্ত্রী সানার একটি ছবি। টুইটারে ছবিটি শেয়ার করে খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজেরই সাহায্য চান ফয়জান। সঙ্গে সঙ্গেই উত্তর দেন সুষমা। জানান, খুব শিগগিরই তাঁর স্ত্রী তাঁর পাশের সিটে থাকবেন। তাঁর সঙ্গে হানিমুন ট্রিপ-এ যোগ দেবেন।

Read More