Home> দেশ
Advertisement

Delhi HC: স্বামীর আসল রোজগার ঠিক কত, আদালতে ব্যাংককে ডেকে এনে জেনে নিতেই পারেন স্ত্রী: হাইকোর্ট

Delhi HC:  'এটা অস্বাভাবিক নয় যে. খোরপোষে মামলায় অনেক সময়ই আসল আয় গোপন করেন যান স্বামী। স্ত্রীকে প্রাপ্য টাকা না দেওয়ার জন্য় সম্পত্তিও হস্তান্তর করে দেন'।

Delhi HC: স্বামীর আসল রোজগার ঠিক কত, আদালতে ব্যাংককে ডেকে এনে জেনে নিতেই পারেন স্ত্রী: হাইকোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'কোনও অপ্রয়োজনীয় বা বাইরের বিষয় নয়'।  স্বামী প্রকৃত আর্থিক অবস্থা প্রমাণের জন্য় এবার খোদ ব্যাংকের আধিকারিককেও সাক্ষী হিসেবে আদালতে তলব করতে পারবেন স্ত্রী! খোরপোষের মামলায় মহিলার আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন:  Uttarkashi Cloudburst: উত্তরকাশীতে ভয়াবহ বিপর্যয়! কাঁদছেন 'উত্তরাখণ্ডের মেয়ে' উর্বশী, বললেন বড় কথা...

ওই মহিলার আবেদন খারিজ করে দিয়েছিল পারিবারিক আদালত। এরপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি রবীন্দ্র দূদেজার পর্যবেক্ষণ, 'পারিবারিক মামলা, বিশেষ করে যেখানে আর্থিক নির্ভরশীলতা এবং তথ্য গোপনের অভিযোগ থাকে, সেখানে একটি সংবেদনশীল এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি প্রয়োজন'। তিনি বলেন, 'স্ত্রী যে প্রমাণ এবং সাক্ষী চেয়েছেন, তা খোরপোষের পরিমাণ নির্ধারণের জন্য সরাসরি প্রাসঙ্গিক, কোনও অপ্রয়োজনীয় বা বাইরের বিষয় নয়'।

এই মামলায় 'অতিরিক্ত পুঁথিগত' দৃষ্টিভঙ্গির জন্য পারিবারিক আদালতের সমালোচনা করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি  দূদেজা বলেন, 'ফৌজদারি কার্যবিধির ধারা ৩১১ অনুযায়ী তাদের ক্ষমতা আরও উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা উচিত ছিল'। আদালত আরও বক্তব্য. 'এটা অস্বাভাবিক নয় যে. খোরপোষে মামলায় অনেক সময়ই আসল আয় গোপন করেন যান স্বামী। স্ত্রীকে প্রাপ্য টাকা না দেওয়ার জন্য় সম্পত্তিও হস্তান্তর করে দেন'।

তেরো বছরের দাম্পত্য। ২০১২ সালে ১৬ ফেব্রুয়ারি বিয়ে হয় ওই মহিলার। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে  গার্হস্থ্য হিংসা ও পণের জন্য অত্যাচারের শিকার হন। স্রেফ গয়না ও স্ত্রী ধন কেড়ে নেওয়াই নয়, তাঁকে শ্বশুরবাড়ি তে আটকে রেখে চলে গিয়েছিলেন স্বামী ও তাঁর পরিবারের লোকেরা।

ওই মহিলার অভিযোগ ছিল, তাঁর স্বামী নিজের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য গোপন করছেন। ২০১৪ সালে নয়ডায় একটি সম্পত্তি বিক্রি সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য আদালতে সাক্ষীদের তলব করার আর্জি জানিয়েছিলেন তিনি। পাল্টা সওয়াল স্বামী বলেন, ওই সাক্ষীরা অপ্রাসঙ্গিক। এমনকী, স্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া বিলম্বিত করারও অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন:  Cloudburst: ফের মেঘ ভাঙা বৃষ্টি! কিন্নৌর কৈলাসের ট্রেকিং রুটেই ভেসে গেল ২ সেতু, ৪১৩ তীর্থযাত্রী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More