Home> দেশ
Advertisement

Wife poisons Husband: পরপুরুষের অমোঘ টান! প্রথমবারের বিষে মরেননি, প্রেমিককে সঙ্গে নিয়ে পরেরবারেই খতম স্বামী...

UP Horror: একবার নয়, দুবার বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রী। মৃত ব্যক্তির মায়ের অভিযোগে প্রকাশ্যে আসে এই হাড়হিম হত্যাকাণ্ড।

Wife poisons Husband: পরপুরুষের অমোঘ টান! প্রথমবারের বিষে মরেননি, প্রেমিককে সঙ্গে নিয়ে পরেরবারেই খতম স্বামী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের পরপুরুষের টানে স্বামীকে খুন। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মৃত ব্যক্তির মা পুলিসের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটে, 
উত্তরপ্রদেশের ফিরোজাবাদের উলাউ গ্রামে।

আরও পড়ুন:UP Shocker: দিনের পর দিন মারধর, খুনের হুমকি! পুলিসের স্ত্রীই নির্যাতিতা... ভয়ংকর শেষ ভিডিয়োয়...

সুনীল নামে এক যুবককে বিষ খাইয়ে খুন করে স্ত্রী ও তার প্রেমিক। ফিরোজাবাদ সিটি এসপি রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, সুনীলের মা তার বউমা এবং একই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে খুন করার অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস ২৪ জুলাই মামলা দায়ের করেন। অভিযুক্ত সুনীলের স্ত্রী এবং তার প্রেমিক উভয়কেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, সুনীলের স্ত্রী তার শ্বশুরবাড়ির এলাকার এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের কথা সুনীল জানতে পেরে যায়। তারপরই স্ত্রী ও তার প্রেমিক মিলে সুনীলের খাবারে বিষ মিশিয়ে দেয়। তবে এই গল্পে আসে আরও এক টুইস্ট। সুনীলকে একবার নয়, দুবার বিষ খাওয়ানো হয়।

আরও পড়ুন:Child Bites Snake: কলিযুগের 'কৃষ্ণ বনাম কালিয়া'! দুবছরের গোবিন্দের কামড়ে মরল কোবরা...

প্রথমবার বিষ খাওয়ানোর পর সুনীল মরেননি, বরং অসুস্থ হয়ে পড়েন। ১৩ মে সুনীলকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু সেখানে ঠিক মত চিকিত্‍সা না করিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তারপর পুনরায় সুনীলের খাবারে বিষ মেশানো হয়। তিনি আবারও বিষক্রিয়ার শিকার হন।

তদন্তে জানা যায়, বিষটি একটি পার্সেলের মাধ্যমে অর্ডার করা হয়েছিল। পুলিস ইতোমধ্যেই সেই বিষযুক্ত পাত্র এবং বিষের বোতলের অবশিষ্টাংশ উদ্ধার করেছে, যা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ। 

পুলিস জানিয়েছে, ১৩ মে ভুক্তভোগীকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল, যেখানে ১৪ মে চিকিৎসার পর তাকে বাড়ি ফেরত পাঠানো হয়। অভিযুক্ত আবার তার খাবারে বিষ মিশিয়ে দেয়, যার ফলে তাকে খুন করা হয়। বিষটি একটি পার্সেলের মাধ্যমে অর্ডার করা হয়েছিল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More