Home> দেশ
Advertisement

Bengaluru Killing: মেরঠের চেয়েও ভয়ংকর! মেয়েকে মদত মায়ের! 'দাগী অপরাধী' স্বামীকে নির্জনে নিয়ে স্ত্রী-শাশুড়ি মিলে...

Wife Spikes Husband's Food: দুজনের বয়সের ব্যবধান বেশি হওয়ায়, এই বিয়েতে আপত্তি ছিল লোকনাথের পরিবারের। ২ সপ্তাহ আগে সবাই বিয়ের কথা জানতে পারেন।

Bengaluru Killing: মেরঠের চেয়েও ভয়ংকর! মেয়েকে মদত মায়ের! 'দাগী অপরাধী' স্বামীকে নির্জনে নিয়ে স্ত্রী-শাশুড়ি মিলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেরঠের চেয়েও ভয়ংকর এই ঘটনা! প্রেমিক নয়, স্বামীকে খুনে মেয়েকে মদত দিল মা! মায়ের সাহায্য নিয়ে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করল মেয়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। খুনে অভিযুক্ত মা ও মেয়ে, দুজনকেই গ্রেফতার করেছে পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

৩৭ বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ী লোকনাথ সিং গত সপ্তাহে খুন হন। অভিযোগ, লোকনাথ সিংয়ের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই আক্রোশেই শাশুড়ি ও স্ত্রী মিলে খুন করে তাঁকে। খুনের ঘটনাটি সামনে আসে শনিবার। যখন চিক্কাবানাভারা এলাকায় পুলিস একটি গাড়ির মধ্যে লোকনাথ সিংয়ের নিথর দেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে, অভিযুক্ত স্ত্রী ও শাশুড়ি প্রথমে মৃতের খাবারে ঘুমের ওষুধ মেশায়। সেই খাবার খেয়ে সে আচ্ছন্ন হয়ে পড়লে, তাঁকে গাড়িতে করে নির্জন এলাকায় নিয়ে যায়। তারপর সেখানে নিয়ে গিয়ে গলার নলি কেটে খুন করে ও পালিয়ে যায়।

পুলিস আরও জানিয়েছে, নিহতের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার পাশাপাশি বেআইনি কারবারও ছিল। গত ডিসেম্বরেই বিয়ে করেন লোকনাথ সিং। বিয়ের আগে থেকেই ওই মহিলার সঙ্গে বছর দুয়েক ধরে সম্পর্ক ছিল তাঁর। দুজনের বয়সের ব্যবধান বেশি হওয়ায়, এই বিয়েতে আপত্তি ছিল লোকনাথের পরিবারের। বিয়েতে আপত্তি ছিল ওই মহিলার পরিবারেরও। তারপরেও বিয়ে করেন দুজনে।

বিয়ের পর স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে চলে যান লোকনাথ। ২ সপ্তাহ আগে ফেরেন। তখন সবাই তাঁদের বিয়ের কথা জানতে পারেন। এদিকে তাঁর স্ত্রী এরমধ্যে লোকনাথের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন। সবমিলিয়ে সম্পর্কের টানাপোড়েনে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপরই লোকনাথকে খুনের ছক কষে স্ত্রী-শাশুড়ি। তবে লোকনাথও 'ধোওয়া তুলসিপাতা' ছিলেন না। একটি প্রতারণা মামলায় তিনি বেঙ্গালুরু সাইবার ক্রাইমের স্ক্যানারে ছিলেন।

আরও পড়ুন, Meerut Murder Update: সৌরভ খুনে একটা 'ছোট্ট ভুল'! তাতেই মুসকান-সাহিলের হাড়হিম অপরাধের পর্দাফাঁস...

Meerut Husband Murder Update: ১৩ বছরে প্রথম প্রেম! বাড়ি থেকে ৩ বার পালিয়ে বিয়ে করে 'স্বামীহন্তা' মুসকান, কিশোরী বয়স থেকেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More