Home> দেশ
Advertisement

SIR 2025: 'পাইকারি হারে নাম বাদ গেলে আদালত....', SIR শুনানিতে কড়া সুপ্রিম কোর্ট

SIR 2025: বিহারে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা বাংলাতেও হতে পারে। এনিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অগাস্টেই বাংলায় SIR এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে

SIR 2025: 'পাইকারি হারে নাম বাদ গেলে আদালত....', SIR শুনানিতে কড়া সুপ্রিম কোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে আতঙ্কে বিহার। কারণ ভোটার তালিকার ছাঁটাই বাছাইয়ের এই প্রক্রিয়ায় বাদ যেতে পারে প্রায় ৬৫ লাখ মানুষের নাম। এনিয়ে এবার সরব সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ওই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালতের বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তরফে সাফ বলে দেওয়া হয়, এভাবে যদি পাইকারি হারে নাম বাদ দেওয়া হয় তাহলে আদালত চুপ করে বসে থাকবে না। এনিয়ে পরবর্তী শুনানি হবে ১২ অগাস্ট।

বিহারে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা বাংলাতেও হতে পারে। এনিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অগাস্টেই বাংলায় SIR এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। স্যার-এ ছাড়াই বাছাইয়ের জন্য নির্বাচন কমিশন যে ১১টি নথির কথা বলেছে সেখানে নেই আধার, রেশন কার্ড ও ভোটার আইডি। সুপ্রিম কোর্ট কমিশনকে বলে আধার ও রেশন কার্ডকে SIR এর নথি হিসেবে ধরা হোক। কমিশন তা মানতে নারজ। তারাও পাল্টা যুক্তি দেখিয়েছে আদালতে। তাদের দাবি ওইসব নথি খুব সহজেই জাল করা যায়।

সুপ্রিম কোর্টে এদিন SIR এর শুনানিতে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস পক্ষে সওয়াল করতে উঠে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ৬৫ লাখ মানুষ স্যার-এর প্রক্রিয়ায় অংশ নেননি। হয় তারা মারা গিয়েছেন, নয়তো তারা অন্য কোথায় চলে গিয়েছেন। এদের আবার নতুন করে নাম নথিভূক্ত করতে হবে। এনিয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন

শুনানিতে বিচারপতি বাগচী বলেন, স্যার এর খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৬৫ লাখ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়তে পারে। আমরা বিষয়টির উপরে নজর রাখছি। যদি এভাবে ব্যাপক হারে নাম বাদ পড়ে তাহলে আমরা এতে হস্তক্ষেপ করব। 

ভোটার তালিকায় নাম তোলা বা টিকিয়ে রাখার জন্য এই ১১ নথি চাইছে নির্বাচন কমিশন

১. বার্থ সার্টিফিকেট

২. পাসপোর্ট

৩. ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশেনের সার্টিফিকেট

৪. সরকারি পরিচয়পত্র অথবা পেনশনের নথি

৫. পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট

৬. ফরেস্ট রাইটস সার্টিফিকেট

৭. কাস্ট সার্টিফিকেট

৮. এনআরসি-র নথি(যদি থাকে)

৯. ফ্যামিলি রেজিস্টার

১০. জমি বা বাড়ির অ্য়ালটমেন্ট সার্টিফিকেট

১১. ১৯৮৭ সালের আগে সরকারের দেওয়া পরিচয়পত্র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More