Home> দেশ
Advertisement

হনুমানের উপদ্রবে আত্মঘাতী প্রৌঢ়া!

হনুমানের উপদ্রব সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক মহিলা। অ্যাসিড খেয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনাটি ঘটেছে তিরুভনন্তপুরমের ভেল্লারাদা এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

হনুমানের উপদ্রবে আত্মঘাতী প্রৌঢ়া!

ওয়েব ডেস্ক : হনুমানের উপদ্রব সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক মহিলা। অ্যাসিড খেয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনাটি ঘটেছে তিরুভনন্তপুরমের ভেল্লারাদা এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, পুষ্পলতা নামে ওই মহিলার স্বামী বছরখানেক আগে মারা গিয়েছেন। তারপর থেকে ভেল্লারাদা এলাকার ওই বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে তিনি ছেলে ও মেয়েকে নিয়ে দিন যাপন করতেন।

আরও পড়ুন- গুরুগ্রামে মন্নপুরম ফাইনান্সের অফিসে ফিল্মি কায়দায় লুঠ

কিন্তু অভিযোগ, বেশ কিছুদিন ধরে একদল হনুমান তাঁদের প্রচন্ড ভাবে উপদ্রব করে চলেছে। রান্না করা খাবার খেয়ে নেওয়া থেকে ঘর তছনছ, এভাবেই চলছিল তাদের বাঁদরামো। হনুমানের উপদ্রবে এলাকা ছেড়ে পালিয়ে গেছে তাঁর প্রতিবেশীরাও।

পুষ্পলতার ছেলে জানিয়েছে, ''দীর্ঘদিন ধরেই এই উপদ্রোব চলছে। নানা ভাবে চেষ্টা করেও কোনও সুরহা হয়নি। তাই মা এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে।''

Read More