Home> দেশ
Advertisement

Jalgaon Horror: পিরিয়ডের সময় রান্না কেন? 'অপরাধে' নৃশংস 'খুন' বউমাকে...

In-Laws Abuse: পিরিয়ড চলাকালীন রান্না করা নাকি পাপ! অশুচি বলে মনে করে শ্বশুরবাড়ির লোকেরা। সেই অপরাধে গলা টিপে খুন করল বউমাকে।

Jalgaon Horror: পিরিয়ডের সময় রান্না কেন? 'অপরাধে' নৃশংস 'খুন' বউমাকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সত্যিই কলিযুগ! পিরিয়ড চলাকালীন কেন রান্না করেছে? এটা নাকি অপরাধ। তার জন্য শ্বশুরবাড়ির লোকেরা চড়াও হয় বউমার উপর। সেই অত্যাচার সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নিয়ে ফেলেন ২৬ বছর বয়সী গায়ত্রী কোলি। ঘটনাটি ঘটে, মহারাষ্ট্রের জলগাঁও জেলার কিনোদ গ্রামে।

গায়ত্রীর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। গায়ত্রীর ভাই সাগর কোলির জানিয়েছে, পিরিয়ড চলাকালীন গায়ত্রী খাবার খেয়েছিলেন। যা তাঁর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদ্যসরা অশুচি বলে মনে করেছিলেন। এর ফলে তাদের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরু হয়। যা হিংসাত্মক রূপ নেয় বলে অভিযোগ।

আরও পড়ুন:Indian Boys Kidnapped: সীমান্তবর্তী গ্রাম থেকে ২ ভারতীয় যুবককে 'অপহরণ' বাংলাদেশিদের! জোর চাঞ্চল্য...

আরও পড়ুন:Bengal Weather Today: ভরা মে-তে কালো মেঘের ঘনঘটা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

সাগর কোলি আরও অভিযোগ করেছেন যে, গায়ত্রীর শাশুড়ি এবং ননদ তাঁকে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের মাত্রা চরম উঠে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। তিনি আরও অভিযোগ করে করেছেন যে, হত্যাকাণ্ডটি আড়াল করার জন্য ঘটনাটিকে আত্মহত্যার গল্প ফেঁদেছে। অভিযুক্তরা গায়ত্রীর গলায় শাড়ি বেঁধে তার দেহ ঝুলিয়ে ঘটনাটিকে মঞ্চস্থ করেছে। ঘটনার পর গায়ত্রীর স্বামী, শাশুড়ি এবং ননদ পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।

গায়ত্রীর বাপের বাড়ির লোকেরা জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক মামলা দায়ের হচ্ছে, ততক্ষণ মৃতদেহ নেওয়া হবে না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More