জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিকা পেশায় চিকিৎসক। তাঁকে কুপিয়ে খুন করার পর আত্মহত্য়া করতে গিয়েছিলেন নিজেও! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে জম্মুতে।
জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম সুমেধা শর্মা। বাড়ি, জম্মুর তালাব তিল্লো এলাকায়। কর্মসূত্রে বাইরে থাকতেন তিনি। হোলি উপলক্ষ্যে ৭ মার্চ বাড়িতে এসেছিলেন সুমেধা। ডেন্টাল কলেজে পড়ার সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহপাঠী জোহর গনাইয়ের সঙ্গে। জম্মুরই জানিপুর এলাকার বাসিন্দা জোহর। প্রেমিকের বাড়িতেই ছিলেন মহিলা চিকিৎসক। অভিযোগ, সেখানেই দু'জনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং রাগের মাথায় সুমেধাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারেন জোহর। শুধু তাই নয়, সেই ছুরি সাহায্যেই আবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি নিজেও!
আরও পড়ুন: হোলির দিনে হেনস্থা বিদেশিনীকে ! জাপানি মহিলার চুলের মুঠি ধরে মাখানো হল ডিম
তারপর? জোহরের ফেসবুক দেখে সন্দেহ হয় এক আত্মীয়ের। থানায় খবর দেন তিনি। বাড়ির গেট বন্ধ ছিল। গেট ভেঙে যখন ভিতরে ঢোকে পুলিশ, তখন দেখা যায়, ঘরে রক্তাক্ত অবস্থায় অবস্থায় পড়ে রয়েছেন সুমেধা ও জোহর। তড়িঘড়ি দু'জনকে উদ্ধার নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সুমেধা বাঁচানো যায়নি। তাঁর প্রেমিকের অবস্থাও আশঙ্কাজনক। জম্মু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।