Home> দেশ
Advertisement

Madhya Pradesh: মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ! স্বামী-শ্বশুর-দেওর মিলে গণধর্ষণ ঘরের বউকে...

Madhyapradesh: স্বামী, শ্বশুর এবং দেওরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। বাপের বাড়ি থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় গৃহবধূকে। তারপর...

Madhya Pradesh: মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ! স্বামী-শ্বশুর-দেওর মিলে গণধর্ষণ ঘরের বউকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্বশুরবাড়ির অত্যাচারে (Torture) বাপের বাড়ি চলে গিয়েছিলেন। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে নারকীয় অত্যাচার করা হয় গৃহবধূর উপর। স্বামী (Husband)), শ্বশুর (father in law) এবং দেওর (Brother in law) মিলে মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে বাপের বাড়ি থেকে অপহরণ(Kidnapped) করার অভিযোগ ওঠে। 

অপহরণের পর তিনজনে মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পাশবিক, অমানবীয় ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জবলপুর জেলায়। ইতোমধ্যেই অভিযুক্ত স্বামী এবং বাকিদের বিরুদেধে বারগি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা গৃহবধূকে অপহরণ করে নরসিংহপুরে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করে।

সেখান থেকে কোনওক্রমে পালিয়ে এসে নির্যাতিতা বাড়ি এসে পৌঁছায়। এবং মামলা দায়ের করে। জানা গিয়েছে, ২০২১ সালে তার বিয়ে হয়। শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি তাঁর বাপের বাড়ি এসে থাকছিলেন। ২৮ এপ্রিল, অভিযুক্তরা বন্দুক ঠেকিয়ে তাকে অপহরণ করে গণধর্ষণ করে বলে অভিযোগ। ইতোমধ্যেই পুলিস অভিযুক্তদের পাকড়াও করতে তদন্তে নেমে পড়েছে।

আরও পড়ুন:India Pakistan Tension: পাকিস্তানের পাশে ২ মুসলিম দেশ-সহ মোট তিন! আর ভারতের পাশে...

উল্লেখ্য, কিছুদিন আগেই মধ্যপ্রদেশের শাহদোল জেলায় আর এক নারকীয় ঘটনা ঘটে। পুলিস সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল নির্যাতিতা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সেদিনই মীর খান নামে একজন তাকে ফোন করে। সেই তাকে বাইকে চাপিয়ে একই নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে দাবি করে যে পরবর্তীতে সমীরের সহযোগী ছোটু মুসলমান তাকে ধর্ষণ করে।

নির্যাতিতা আরও জানায় যে, ৩০ এপ্রিল তাকে শাহদোল রেলস্টেশনে ফেলে রাখা হয়েছিল, যেখান থেকে আনমোল নামে পরিচিত আরেক যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে একই দিনে, মুদনা নদীর কাছে আনমোলের সহযোগী শাকিব খান তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তারা ৩০ এপ্রিল গভীর রাতে তাকে একটি হস্টেলের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন:Man Suicide: স্ত্রী পরপুরুষের সঙ্গে... হতাশায় ২ সন্তানকে মেরে ভয়ংকর কাণ্ড স্বামীর!

সে দাবি করে যে, ১ মে ভোর ৩টের দিকে বুরহার সাব জেলের ডেপুটি জেলর বিকাশ সিং তাকে সেখানে দেখতে পায়। এবং তাকে গাড়িতে করে একটি হোটেলে নিয়ে যায় এবং জোর করে সেখানে আটকে রাখেন। পরে পুলিস নির্যাতিতার অবস্থান ট্র্যাক করে হোটেলের ঘর থেকে তাকে উদ্ধার করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More