জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরের ভিড়ে মিশে ছিল তবে অবশেষে আল-কায়েদা (Al-Qaeda) ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর সঙ্গে যুক্ত একটি জঙ্গি মডিউলের মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (Gujarat Anti-Terrorism Squad- ATS) । অভিযুক্তের নাম শামা পারভীন, বয়স মাত্র ৩০। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।
সূত্রের দাবি, পারভীন পুরো মডিউলটি চালাচ্ছিল এবং কর্ণাটক থেকেই পুরো অপারেশন তত্ত্বাবধান করত। তার গ্রেফতারের আগে, ২৩ জুলাই গুজরাট, দিল্লি এবং নয়ডা থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী চারজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে আটক করা হয়। তারা হল মোহাম্মদ ফারদিন, সেফুল্লাহ কুরেশি, জিশান আলি এবং মোহাম্মদ ফাইক।
জানা গেছে, তারা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত এবং ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যে হামলার দায়িত্বপ্রাপ্ত ছিল। প্রশাসনের দাবি, এই দলের আন্তর্জাতিক সংযোগ ছিল এবং তারা ভারতের বাইরের কিছু পরিচালকের সঙ্গে যোগাযোগ রাখছিল। তদন্তে আরও ইঙ্গিত মিলেছে যে, তারা সমন্বিতভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছিল।
রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আল-কায়দা ভারতীয় উপমহাদেশে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাংশনস কমিটির অ্যানালিটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩২তম প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, AQIS-এর প্রধান ওসামা মেহমুদের নেতৃত্বে এই সংগঠনটি জম্মু ও কাশ্মীর, বাংলাদেশ এবং মিয়ানমারে তাদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করছে। এর পরেই বেঙ্গালুরু থেকে গ্রেফতার এক মাথা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)