Home> দেশ
Advertisement

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা

ফের লজ্জা। ফের সেই দেশের রাজধানী শহরেই। ২৫ বছরের এক মহিলাকে পুড়িয়ে মারা চেষ্টা করল একদল পুরুষ। মহিলার 'অপরাধ'তিনি বিয়ের প্রস্তাবে রাজ হননি। উত্তর পশ্চিম দিল্লির ভালসওয়া ডেয়ারি অঞ্চলে অভিযুক্ত অভিষেক তার দলবদল হাজির হয় মেয়েটির বাড়িতে। সেখানে প্রথমে মেয়েটির পরিবারের লোকেদের মারার পর মেয়েটিকে হাত ধরে টেনে নিয়ে যায়। এরপর মাথায় অস্ত্র ঠেকিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় অভিষেক।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা

য়েব ডেস্ক: ফের লজ্জা। ফের সেই দেশের রাজধানী শহরেই। ২৫ বছরের এক মহিলাকে পুড়িয়ে মারা চেষ্টা করল একদল পুরুষ। মহিলার 'অপরাধ'তিনি বিয়ের প্রস্তাবে রাজ হননি। উত্তর পশ্চিম দিল্লির ভালসওয়া ডেয়ারি অঞ্চলে অভিযুক্ত অভিষেক তার দলবদল হাজির হয় মেয়েটির বাড়িতে। সেখানে প্রথমে মেয়েটির পরিবারের লোকেদের মারার পর মেয়েটিকে হাত ধরে টেনে নিয়ে যায়। এরপর মাথায় অস্ত্র ঠেকিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় অভিষেক।

আরও পড়ুন- হরিয়ানা বিধানসভায় 'নগ্ন বক্তৃতা'

কাঁদতে কাঁদতে প্রস্তাব খারিজ করেন সেই মহিলা। তারপরই গায়ে কেরোসিন ছিটিয়ে মহিলাকে পুড়িয়ে মারতে যায়। মাটিতে তখন রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন মহিলার ভাই, বোনেরা। কোনরকমে বেঁচে যায় মহিলা। পুলিস দোষীদের গ্রেফতার করেছে।

Read More