জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাই এইচআইভি পজিটিভি! এইডস আক্রান্ত। একথা জানার পরই ভাইকে খুন করলেন দিদি (Woman kills Brother)। দিদি আর জামাইবাবু মিলে শ্বাসরোধ করে খুন করল ভাইকে। এইডস আক্রান্ত হওয়ায় দিদির হাতে মর্মান্তিক পরিণতি ভাইয়ের (HIV Positive brother)।
HIV আক্রান্ত ভাইকে খুন দিদি-জামাইবাবুর
পুলিস সূত্রে জানা গিয়েছে, পরিবারের সম্মান রক্ষার জন্য ২৩ বছর বয়সী ওই যুবককে খুন করে তাঁর দিদি ও জামাইবাবু মিলে। একাধারে মর্মান্তিক ও হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের হোলালকেরে। জানা গিয়েছে, ওই যুবক সম্প্রতি এক দুর্ঘটনার শিকার হন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইসময়ই অস্ত্রোপচারের আগে রুটিন মাফিক রক্ত পরীক্ষা করা হয়। সেইসময় সেই রক্ত পরীক্ষার রিপোর্টে ডাক্তাররা দেখেন যে তিনি এইচআইভি পজিটিভ।
HIV আক্রান্ত জানাজানি হলে ভয়
ইতিমধ্যেই এই ঘটনায় দিদিকে গ্রেফতার করেছে পুলিস। জামাইবাবু পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদের সময় দিদি দাবি করেছেন, তিনি ভয় পেয়েছিলেন যে যদি কেউ জানতে পারেন যে তাঁর ভাই এইচআইভি পজিটিভ, তাহলে তার পরিবার লজ্জার সম্মুখীন হবে। আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা তাঁদের বয়কট করতে পারে। তিনি এটা ভেবেও উদ্বিগ্ন হয়ে পড়েন যে ভাইয়ের থেকে তাঁদের বাবা-মাও সংক্রামিত হতে পারে।
বাবা-মায়ের সংক্রমণের ভয়
বাবা-মা বয়সের কারণে রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। তার উপর ভাই এইচআইভি আক্রান্ত! ভাইয়ের প্রচুর ঋণও ছিল। এরপরই ভাইকে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার অজুহাতে, স্বামীর সঙ্গে মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। তারপর তার মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসেন। দাবি করেন যে বেঙ্গালুরুতে যাওয়ার পথে ভাই মারা গিয়েছে।
গলায় ক্ষতচিহ্ন দেখেই সন্দেহ
কিন্তু দেহ দাহ করার সময় মৃতের গলায় সন্দেহজনক ক্ষতচিহ্ন দেখতে পান গ্রামবাসীরা। তাঁরাই তারপর পরিবারকে জানান। তখন অভিযুক্ত দিদি তাঁদের বাবার কাছে তাঁর অপরাধ স্বীকার করেন। জানান যে তিনি ও তাঁর স্বামী মিলে ভাইকে খুন করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই বাবা হোলালকেরে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)