Home> দেশ
Advertisement

Mumbai Shocker: এখনই চাই! সঙ্গমে নারাজ স্ত্রীকে রাগে জ্যান্ত জ্বালাল বর্বর...

Husband burns Wife: যৌন সঙ্গমে রাজি না হওয়ায় ভয়ংকর কাণ্ড ঘটাল স্বামী। নিজের স্ত্রীর গায়ে জ্বলন্ত কাগজ ছুঁড়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।

Mumbai Shocker: এখনই চাই! সঙ্গমে নারাজ স্ত্রীকে রাগে জ্যান্ত জ্বালাল বর্বর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম মুম্বই(Mumbai)! চেম্বুরে(Chembur) ৩৮ বছর বয়সী মহিলা জ্যান্ত জ্বালিয়ে খুনের(Murder) চেষ্টা করে স্বামী বলে অভিযোগ। পারিবারিক কলহের জেরে ঝগড়ার সূত্রপাত। শারিরীক সম্পর্কে(Sexual Intercourse) লিপ্ত হওয়ার দাবি জানিয়েছিল স্বামী। সেই দাবিতে রাজি না হওয়ায় তাদের ঝগড়া শুরু হয়। বচসা চরমে উঠলে ভয়ংকর কাণ্ড ঘটায় স্বামী।

জানা গিয়েছে, ওই মহিলা একজন পরিচারিকা হিসাবে কাজ করতেন এবং চেম্বুরে নিজের স্বামী নিজের সঙ্গে থাকতেন। নির্যাতিতা মহিলা পুলিসকে জানিয়েছেন, ঘটনাটি শুক্রবার সকালে ঘটে যখন তিনি কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময় স্বামী সঙ্গম করার জন্য জোর করেন। কিন্তু কাজে যেতে দেরি হয়ে যাবে বলে তিনি অস্বীকার করে দেন। আর তাতে স্বামী ক্ষেপে লাল হয়ে যায়। এবং দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ঝগড়ার সময় স্বামী তাঁকে গালিগালাজ করতে থাকেন এবং তাঁর চরিত্র নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

আরও পড়ুন:Meerut Murder: জীবনসঙ্গীকে খুন করে ১৫ টুকরো! এবার জেলেই আইন পড়তে চান 'স্বামীহন্তা' মুসকান...

ঝগড়ার সময়, স্বামী স্ত্রীর উপর জ্বলন্ত কাগজের টুকরো ছুঁড়ে মারেন বলে অভিযোগ। তার আগে স্ত্রী রাগের বশে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে ফেলেন এবং দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। যদিও সেটা সফল হয়নি। পরে স্বামী নিজেই  রান্নাঘর থেকে একটা কাগজের টুকরো জ্বালিয়ে এনে স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে মহিলা সারা শরীর আগুনে জ্বলতে শুরু করে। 

নির্যাতিতার বুক, পেট, পা এবং হাত গভীরভাবে পুড়ে যায়। তত্‍ক্ষণাত্‍ তাকে সিওন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক। কথা বলতে সক্ষম হওয়ার পর, তিনি পুলিসের কাছে অভিযোগ করেন যে তার স্বামী ইচ্ছাকৃতভাবে তাকে আগুনে পুড়িয়েছে।

আরও পড়ুন:Basanti Shocker: এক হাতে কাটারি, অন্যটায় বউদির কাটা মুন্ডু! নির্বিকারে হেঁটে থানায় যাচ্ছে দেওর, বীভত্‍স বাসন্তী...

নির্যাতিতার বক্তব্য এবং অভিযোগের ভিত্তিতে, আরসিএফ পুলিস অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯(১), ৩৫২ এবং ১১৫(২) এর অধীনে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More