জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপরিবারে আত্মহত্যা? পুকুরে ভেসে উঠল এক মহিলা ও তাঁর তিন সন্তানের দেহ! মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিস। চাঞ্চল্য কর্নাটকের বল্লোরী জেলায়।
পুলিস সূত্রে খবর, ওই মহিলার নাম সিদ্দভ। মহারাষ্ট্রের কোলাপুর জেলায় হাসুর চম্পা গ্রামের বাসিন্দা তিনি। ওই মহিলার তো বটেই, তাঁর পরিবারের লোকেরাও গবাদি পশু প্রতিপালন করেন। অবহেলায় মাঠে চড়ছিল গবাদি পশু। মঙ্গলবার হঠাত্ নিখোঁজ হয়ে যান সিদ্দভ। সঙ্গে তাঁর তিন সন্তানও। গতকাল বুধবার সকালে দামমুরু গ্রামের কাছে পুকুরে তিনজনের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় থানায়।
কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করছে পুলিস। তদন্তে জানা গিয়েছে, বালাগাভি জেলায় বাসিন্দা সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সিদ্দভ। প্রায় একদশকের দাম্পত্য তাঁদের। মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)