Home> দেশ
Advertisement

৩০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি গিয়েছিল, স্বীকার করল Yahoo

৩০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি গিয়েছিল, স্বীকার করল Yahoo

ওয়েব ডেস্ক: ২০১৩ সালে তাদের ৩০০ কোটি ব্যবহারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। চুরি গিয়েছিল গোপন তথ্য। চার বছর পর স্বীকার করে নিল  Yahoo।

তবে তারা এই বিষয়ে আশ্বাস দিয়েছে, আক্রান্ত অ্যাকাউন্টগুলির চুরি হওয়া তথ্যের মধ্যে পেমেন্ট কার্ড তথ্য অথবা ব্যাঙ্ক তথ্য নেই। 

গত বছর ডিসেম্বর মাসেও ইয়াহু জানিয়েছিল, তাদের ১০০ কোটি ব্যবহারকারী অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর ফেব্রুয়ারি মাসে ভেরাইজন কম দামে Yahoo অধিগ্রহণ করে।

কিন্তু কেন এইভাবে এত ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হল?

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যাকাউন্টগুলির তথ্য এমন এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত ছিল, যা অত্যন্ত পুরনো ও সহজে ভাঙা যায়।  এর মধ্যে ব্যাক আপ ইমেল অ্যাড্রেসও ছিল। এর ফলে ব্যবহারকারীদের মাধ্যমে অন্য অ্যাকাউন্ট এক্সেস করা সহজ ছিল।

এই খবর ছড়িয়ে পড়ার পর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে ইয়াহুর একাধিক শেয়ারহোল্ডার ও ব্যবহারকারী।  ইতিমধ্যে মার্কিন ফেডেরাল অ্যান্ড স্টেট কোর্টে  Yahoo-র বিরুদ্ধে ৪১টি মামলা ঝুলছে বলেও সূত্রের খবর।

Read More