Home> দেশ
Advertisement

Bangladeshi in Uttar Pradesh: বাংলাদেশি উদ্বাস্তুদের ২১৯৬ পরিবার পাচ্ছে জমির কাগজ, সবুজ সংকেত দিয়ে দিল সরকার

Bangladeshi in Uttar Pradesh: জেলাশাসক জ্ঞাণেন্দ্র সিং সংবাদমাধ্যমে বলেন, সরকারে কাছ থেকে যখনই চূড়ান্ত নির্দেশ পাওয়া যাবে তখনই প্রশাসন জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে

Bangladeshi in Uttar Pradesh: বাংলাদেশি উদ্বাস্তুদের ২১৯৬ পরিবার পাচ্ছে জমির কাগজ, সবুজ সংকেত দিয়ে দিল সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক হাজার বাংলাদেশি উদ্বাস্তুকে জমি দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। বাংলাদেশ তৈরি হওয়ার পর ওইসব বাংলাদেশি পরিবার দেশ ছেড়ে উত্তরপ্রদেশের পিলভিটের ২৫টি গ্রাম আশ্রয় নেয়। বহু দিন ধরে এরা দাবি করছিলে যে তাদের থাকার জন্য জমি দেওয়া হোক। সম্প্রতি এনিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই নির্দেশিকা অনুযায়ী জমি পেতে চলেছে পিলভিটের ওইসব বাঙালি পরিবার।

উল্লেখ্য, ১৯৬০ সালে উত্তরপ্রদেশ সরকার ওইসব উদ্বাস্তু বাংলাদেশিদের বসাবস ও চাষের জমি প্রদান করে। এদের জমি দেওয়া হয়েছিল পিলভিটের বিভিন্ন জায়গায়। কিন্তু তাদের কখনওই জমির মালিকানা দেওয়া হয়নি। ফলে তারা কোনও সরকারি সুযোগ সুবিধাই পান না। 

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা সংশ্লিষ্ট দফতরকে দিয়ে দিয়েছে। এখন শুধু আইনি পদক্ষেপ করা বাকি। ফলে প্রায় ৬২ বছর পরে তাদের জমির আইনি কাগজপত্র পেতে চলেছেন। 

পিলভিটের জেলাশাসক জ্ঞাণেন্দ্র সিং সংবাদমাধ্যমে বলেন, সরকারে কাছ থেকে যখনই চূড়ান্ত নির্দেশ পাওয়া যাবে তখনই প্রশাসন জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। আমাদের উদ্দেশ্য হল উদ্বাস্তু পরিবারগুলি  যত তাড়াতাড়ি সম্ভব জমি পাক।

আরও পড়ুন-টাইফুন উইফা-র প্রভাবে নিম্নচাপ, আগামি ৪ দিন ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

আরও পড়ুন-বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিত্সায় ঢাকায় ভারতের চিকিত্সক দল

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। বিজেপি জেলা সভাপতি সঞ্জীব প্রসাদ সিং সংবাদমাধ্য়মে বলেন, সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ করেছে। ওইসব উদ্বাস্তু পরিবারগুলির লড়াই এতদিনে মর্যাদা পাবে।

উত্তর প্রদেশ সরকারের হিসেব মতো, পিলিভিটের ২৫ জেলায় বসবাস করছেন ২১৯৬ বাঙালি উদ্বাস্তু পরিবার। এদের মধ্যে ১৪৬৬ পরিবারের ভেরিফিকেশন শেষ হয়েছে। খুব শীঘ্রই এদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দেওয়া হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More