Home> দেশ
Advertisement

এমন শাস্তি দেব যে ভবিষ্যতে উদাহরণ হবে, হাথরসে এনকাউন্টারের ইঙ্গিত যোগীর!

বিরোধীদের চাপে হাথরসকাণ্ডে শেষপর্যন্ত কড়া প্রতিক্রিয়া দিলেন যোগী আদিত্যনাথ।

এমন শাস্তি দেব যে ভবিষ্যতে উদাহরণ হবে, হাথরসে এনকাউন্টারের ইঙ্গিত যোগীর!

নিজস্ব প্রতিবেদন: হাথরসকাণ্ডে যোগী সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠেছে। ঘটনায় এবার মুখ খুললেন যোগী আদিত্যনাথ। টুইটারে লিখলেন, এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে নজির হয়ে থাকবে। মা-বোনদের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ উত্তরপ্রদেশ সরকার। 

এদিন যোগী আদিত্যনাথ টুইটারে লেখেন, ''উত্তরপ্রদেশের মা-বোনেরা সম্মানহানি করার চিন্তা রাখলেও সমূলে নাশ করা হবে। এমন শান্তি দেওয়া হবে যে নজির হয়ে থাকবে ভবিষ্যতে। আপনাদের উত্তরপ্রদেশ সরকার মা-বোনেদের সম্মানরক্ষায় সংকল্পবদ্ধ। এটা আমার সংকল্প ও প্রতিশ্রুতি।''   

 

Read More