ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক চমকে দেওয়ার মতো কাজ করছেন যোগী আদিত্যনাথ। কসাইখানা বন্ধ, অ্যাসিড সন্ত্রাস বন্ধ প্রভৃতি কাজের পর এবার আরও একটি এমন কাজের পরিকল্পনা করেছেন তিনি, যা সাধারণ মানুষের খুব উপকারে লাগবে।
উত্তরপ্রদেশের দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের জন্য এবার চমকে যাওয়ার মতো কম দামে ব্রেকফাস্ট এবং লাঞ্চের ব্যবস্থার পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ। মাত্র ৩ টাকায় সকালের খাবার বা ব্রেকফাস্ট। এবং মাত্র ৫ টাকায় দুপুরের খাবার বা লাঞ্চ। ব্রেকফাস্টে থাকছে ইডলি, সম্বর, পোহা সঙ্গে চা প্রভৃতি। লাঞ্চে থাকছে ভাত, ডাল, সব্জি, চাপাটি। ‘অন্নপূর্ণা ভোজনালয়’ স্কীমে এই খাবার পাওয়া যাবে। এমনটাই পরিকল্পনা করেছেন তিনি।
আরও পড়ুন মুম্বইয়ের কাছে শেষ দিকে ভয় পেয়েই হারতে হল, বললেন গৌতম গম্ভীর