Home> দেশ
Advertisement

Bengaluru Death: ফ্ল্যাট ৩৩ তলায়, পার্টি করতে গিয়ে বারান্দা থেকে পড়ে মৃত্যু যুবকের!

পুলিস সূত্রের খবর, মৃতের নাম  মৃতের নাম দিব্যাংশু শর্মা। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন তিনি। বাবা চাকরি করতেন ভারতীয় বায়ুসেনার। পরিবারের বাকি সদস্যের সঙ্গে বেঙ্গালুরুর হারোমাভু এলাকায় থাকেন তিনি। কেআর পুরার কোদিগেহাল্লির  একাই থাকতেন দিব্যাংশু।

Bengaluru Death: ফ্ল্যাট ৩৩ তলায়, পার্টি করতে গিয়ে বারান্দা থেকে পড়ে মৃত্যু যুবকের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বর্ষশেষে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে যুবকের মৃত্যু! কীভাবে? বহুতলের ৩৩ তলার ফ্ল্যাট থেকে নিচে পড়ে গেলেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

আরও পড়ুন:  Ram Mandir: ময়দানে অনলাইন লুটেরার দল, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ভক্তদের হুঁশিয়ারি ভিএইচপির

পুলিস সূত্রের খবর, মৃতের নাম  মৃতের নাম দিব্যাংশু শর্মা। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন তিনি। বাবা চাকরি করতেন ভারতীয় বায়ুসেনার। পরিবারের বাকি সদস্যের সঙ্গে বেঙ্গালুরুর হারোমাভু এলাকায় থাকেন তিনি। কেআর পুরার কোদিগেহাল্লির  একাই থাকতেন দিব্যাংশু।

বৃহস্পতিবার এক বন্ধু বাড়িতে রাতভর পার্টি করেন দিব্যাংশু। সঙ্গে ছিলেন আরও ৩ জন। তারপর? পার্টি ততক্ষণে শেষ। বাকিদের সঙ্গে ঘুমাচ্ছিলেন ঘরে  ঘড়িতে তখন সাতটা। শুক্রবার সকালে সিগারেটের ছাই ফেলতে ৩৩ তলায় ফ্ল্যাটে বারান্দা যান ওই যুবক। সম্ভবত মত্ত থাকার কারণেই পড়ে যান নিচে! ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

আরও পড়ুন:  Mann Ki Baat: বছরের শেষ 'মন কি বাতে' আনন্দ ও অক্ষয়-কে দিয়ে বিশেষ চমক প্রধানমন্ত্রীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More