জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে দিতে গিয়ে একজন পাত্রীর বাবার কতটা খরচ হতে পারে একবার দেখুন। বিয়ের অনুষ্ঠানে মাইক দিয়ে ঘোষণা করা হল কী কী দেওয়া হল বরকে। জানলে অবাক হয়ে যাবেন।
ইনস্টাগামে Ajmer (@sr_sonu_ajmer_) হ্য়ান্ডলে থেকে বিয়ের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ওই ভিডিয়ো লাইক করেছেন ১৯ লাখ মানুষ।
ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক ব্য়ক্তি মাইক নিয়ে বিয়ের আসরে ঘোষণা করছেন কী দেওয়া হল বরকে। তিনি ঘোষণা করে চললেন ৩ কেজি রুপো, একটি পেট্রোল পাম্প ও ২১০ বিঘা জমি। সবেমিলিয়ে ১৫.৫৬ কোটি টাকার সম্পত্তি।
আরও পড়ুন-ভয়ংকর! আফ্রিকার মরুদেশ থেকে ধুলোর সুনামি এসে ঢেকে দিচ্ছে তামাম ইউরোপ...
অন্য একজন লিখেছেন, এটা তো ভারতের রীতি। এটা একটা 'ভাট' রীতি। ওই রীতি অনুযায়ী পাত্রীর কোনও কাকা বা মামা জামাইকে উপহার দেয়।
কেউ লিখেছেন এদের জন্যই সমাজে পণপ্রথা জিইয়ে থাকে। আবার একজন লিখেছেন, ওই বিপুল সম্পদকে খারাপ ভাবে নেওয়া ঠিক নয়। ওই টাকায় ওই দম্পতি দুনিয়া ঘুরতে পারে, নিজেদের ব্যবসা শুরু করতে পারে কিম্বা আয়েশে জীবনটা কাটিয়ে দিতে পারে। এনিয়ে এত কথার কী আছে।
পণের জন্য কত কী হয় আমাদের দেশে। পণের ২৫ লাখ নগদ ও স্করপিও গাড়ি না দেওয়ায় এক মহিলাকে এইচআইভি ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে ৷ ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা ৷ এরপর অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গাঙ্গোহ থানায় মামলা দায়ের করা হয় । জেলা পুলিস সুপার সাগর জৈন জানিয়েছেন, আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধ এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, এর উল্টো দিকও রয়েছে। রাজস্থানে পণের ৫ লাখ টাকা ফিরিয়ে দিলেন বর। বিয়ের আসরে থালায় করে বিপুল টাকা তুলে ধরা হয় পাত্রের সমানে তখনই তিনি ওই টাকা নিতে অস্বীকার করেন। তাঁর ওই কাজ প্রশংসিত হয়েছে গোটা রাজ্যে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)