স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য এস শ্রীসন্থ সহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার। পুলিস বলছে আইপিএলে অন্তত সাতটা ম্যাচে ফিক্সিং হয়েছে। প্রমাণ দিয়ে পুলিস দেখিয়েছি এবারের আইপিএলে অন্তত দুটো ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে। তদন্তে নেমে আইপিএলে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র বেরিয়েছে। এরপরেও কি আর সরকারের আইপিএলকে অনুমতি দেওয়া উচিত? নীচে লিখুন আপনার মন্তব্য/মতামত।