ওয়েব ডেস্ক: মহাষ্টমীর দিন ক্রিকেটপ্রেমীদের সেরা উপহারটা দিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকালই করেছিলেন সেঞ্চুরি। কিন্তু শুধু সেঞ্চুরি করে থামলেন না বিরাট। করে ফেললেন একেবারে ডাবল সেঞ্চুরি! সিরিজের শুরুতে সেভাবে রান পাচ্ছিলেন না। কিন্তু বিরাট দেখালেন, তাঁর ব্যাট থেকে বড় রান আসতে দেরি হয় না একদমই।
আরও পড়ুন বলিউড তারকাদের মধ্যে এ বছরে সবথেকে বেশি আয়কর দিয়েছেন কে জানেন?
কম গেলেন না রাহানেও। গতকাল অপরাজিত ছিলেন ৭৯ রানে। সেখান থেকে শুরু করে আজ সেঞ্চুরি করে ফেললেন রাহানেও! আর এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন রাহানের রান অপরাজিত ১৫৯! বিরাটের রান অপরাজিত ২০০! আর ভারতের রান ৩ উইকেটের বিনিময়ে ৪৪৬।
আরও পড়ুন নিজে নিজেই ওজন কমানোর জন্য পাঁচটি টিপস