আর কদিন বাদেই দুর্গা পুজো। পুজোর ছুটিতে অনেকেই পাহাড় কিংবা সমুদ্রতেই কাটাতে পছন্দ করেন। আবার অনেকে ভিড় এড়াতে নিরিবিলি জায়গা বেঁছে নেন। পুজোর সময় ঘুরে আসতে পারেন কয়েকটি দেশ এবং বিদেশের জনপ্রিয় কয়েকটি জায়গায়।
মাস ঘুরলেই দুর্গা পুজো। গোটা রাজ্যে এখন সাজো সাজো রব। এরই মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে শুরু করেছেন অনেক বাঙালি। পুজোর কদিন সব ভুলে পাহাড়, সমুদ্রে ঘুরতে পছন্দ করেন অনেকেই। পুজোর সময় সব জায়গার হোটেল ভাড়া, ট্রেন এবং ফ্লাইটের ভাড়া থাকে আকাশ ছোঁয়া। এইসব উপেক্ষা করে ঘুরতে যান কলকাতাবাসী। এই মরশুমে বাঙালিরা কেরল, সিকিম, বালি এবং ভিয়েতনামে যাওয়ার আগ্রহ বেশি। এমন ১০টি পর্যটনকেন্দ্রের নাম দেওয়া হল যা পুজোর মরশুমে ঘুরে আসতে পারেন।
কেরল- পুজোর মরশুমে কেরল ঘুরতে যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা। হাউসবোট, সবুজে ঘেরা চারিপাশ ভ্রমণপিপাসুদের আকর্শন করে। আয়ুর্বেদিক রেসর্ট কুমারাকোম এবং থেকাডি সবচেয়ে বেশি চাহিদায় থাকে।
রাজস্থান- কয়েকদিনের জন্য রাজকীয় অভীজ্ঞতা অনুভব করতে চাইলে, চলে যান রাজস্থান। গোলাপি শহর থেকে জয়সলমিরের বালিয়াড়ি, গোটা রাজস্থানে ঘোরার জায়গা প্রচুর। কোলকাতার মানুষ,উটের সাফারি এবং ঐতিহ্যবাহী হোটেলের জন্যই রাজস্থানে ছুটে যান। উদয়পুরের লেক এবং প্রাসাদ মধুচন্দ্রিমার জন্য খুবই আদর্শ স্থান।
সিকিম- ঠান্ডা পরিবেশ, পরিচ্ছন্ন শহরের জন্য ভ্রমণপিপাসুরা এই স্থানে ছুটে আসেন। গ্যাংটকের হোটেল বুকিংয়ে উবছে পরছে। তবে এমন অনেকেই আছেন যাঁরা শান্তিপূর্ণ যায়গা বেঁছে নেন। সিকিমের লাচেন এবং লাচুং শান্তিতে কদিন কাটানোর জ্য খুবই আদর্শ একটি স্থান। রোড ট্রিপ এবং ট্রেকের জন্য নাথুলা পাস এবং সোমগো লেক আদর্শ।
দার্জিলিং- কয়েক বছর ধরেই পুজোর সময় দার্জিলিংয়ে ভিড় জমে কলকাতার মানুষের। ট্রাভেল এজেন্টের কথায় দার্জিলিংয়ের টিকিট পুজোর অনেক আগে থেকেই কাটা শুরু হয়ে যায়। চা বাগান, টয় ট্রেন এখন মানুষদের টানে। এছাড়া সেই সময় আকাশ থাকে পরিষ্কার।
মানালি এবং সিমলা- হিমাচলের মানালি এবং সিমলা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। রোটাং এবং সিমলার ম্যাল রোড এখনও আকর্ষণ করে ভ্রমণপিপাসুদের।
বেনারস- পুজোর সময় বেনারসও ঘুরে আসতে পারেন। দশাশ্বমেধের গঙ্গা আরতি, সারনাথ এবং প্রয়াগরাজে সেইসময় ভিড় জমে পর্যটকদের।
বালি- বালি, করলকাতাবাসিদের জন্য এখন খুবই জনপ্রিয় একটি জায়গা। এখানে যেতে গেলে ভিসার ঝামেলা তেমন হয় না। উবুদ থেকে সেমিনয়াক খুবই জনপ্রিয় বাঙালিদের মধ্যে।
থাইল্যান্ড- বিদেশ ভ্রমণের মধ্যে থাইল্যান্ড খুবই জনপ্রিয়। ফুকেত এবং ক্রাবিতে পর্যটকদের সংখ্যা বেশি থাকে। এছাড়া ব্যাংকক খাবার এবং শপিং করার জন্য খুবই পরিচিত একটি যায়গা।
ভিয়েতনাম- ভিয়েতনামের হা লং বে এবং হয় অ্যান খুবই নাম করা জায়গা। এখানে স্থাপত্য, স্ট্রিট ফুডের জন্য কলকাতাবাসিদের ভিড় জমে। বিশেষ করে হানই, দা নাং, হো চি মিন শহরের টিকিট সবচেয়ে আগে বুকিং হয়ে যায়।
দুবাই- আকাশ ছোঁয়া শপিং কমপ্লেক্স এবং চাকচিক্যতে ভরা দুবাই শহর। শপিং এবং থিম পার্কের জন্য খুবই জনপ্রিয় এই জায়গা।