PHOTOS

100 Boys Brutally Raped One Girl: একটি মেয়ে, ১০০ ছেলে, ৪৪ দিন, ৪০০ বার! উফ্! নারকীয় ধর্ষণের চূড়ান্ত বীভৎসতা...

100 Boys Brutally Raped One Girl for 44 Days: হাড়হিম করা পাশবিক বীভৎস নারকীয় এক ধর্ষণের ঘটনা। ভাবলেই শিরদাঁড়া দিয়ে নামবে ঠান্ডা স্রোত। ভয়ে ঘৃণায় সিঁটিয়ে উঠতে পারেন।

Advertisement
1/7
ধর্ষণ-ধর্ষণ
ধর্ষণ-ধর্ষণ

পৃথিবী জুড়ে কত জায়গায় কতবার যে কত ধর্ষণের ঘটনা ঘটেছে তার ইয়ত্তা নেই! একেকটিকে মনে হয় একেককটির থেকেও বেশি ভয়ংকর, বেশি নারকীয়। নির্ভয়া, উন্নাও, কামদুনি, আরজিকর-- একের পর এক। 

2/7
আগে ঘটেনি!
আগে ঘটেনি!

কিন্তু এবার যে ঘটনাটা সামনে এল মনে হয় না সেটার চেয়ে বেশি ভয়ংকর ঘটনা এর আগে আর কোথাও ঘটেছে!  

3/7
'শকড্ দ্য ওয়ার্ল্ড'!
'শকড্ দ্য ওয়ার্ল্ড'!

এই রেপ কেসটি বিশ্বকে স্রেফ ধরে নাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে 'শকড্ দ্য ওয়ার্ল্ড'! আরও বলা হচ্ছে 'লিমিটস অফ ক্রুয়েল্টি ক্রসড'।

4/7
হতভাগ্য ১৭
হতভাগ্য ১৭

এই ঘটনাটিতে রয়েছে এক হতভাগ্য ১৭ বছরের মেয়ের করুণ কান্নার স্পর্শ। 

5/7
একদিনে ১০ বার
একদিনে ১০ বার

৪৪ দিন ধরে তাকে ধর্ষণ করা হয়েছে। করা হয়েছে মোট ৪০০ বার। মানে, একদিনে ১০ বার তাকে এই নারকীয়তার মুখোমুখি হতে হয়েছে!  

6/7
ঝকঝকে স্মার্ট
ঝকঝকে স্মার্ট

জানা গিয়েছে, মেয়েটি পড়াশোনায় অত্যন্ত ভালো, স্মার্ট, ঝকঝকে এক কিশোরী। স্কুলিং শেষ করার পরে সে তার নিজের খরচে একটা ট্রিপে যেতে চেয়েছিল। সে একটি পার্ট-টাইম কাজেও যোগ দেয়। একদিন রাতে কাজ থেকে ফেরার সময়ে কয়েকজন ছেলে তাকে ফলো করে। তাদেরও বয়স ওই ১৬-১৭-র মধ্যেই। তারা মেয়েটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করতে শুরু করে। এবং এরকম চলতেই থাকে। 

7/7
যোনিতে কাঁটাচামচ
যোনিতে কাঁটাচামচ

সেই ধর্ষণেও রয়েছে চূড়ান্ত ভয়াবহতা। মেয়েটিকে খেতে দেওয়া হত খুব সামান্যই। তাকে নিজের মূত্র খেতে বাধ্য করা হত। খেতে দেওয়া হত আরশোলা। তাকে সিগারেট ও মদ্যপানেও বাধ্য করা হত। এমনকি তার যোনিতে ঢোকানো হত ফর্ক। ঘটনাটি ঘটেছে জাপানের সায়তামা শহরে। 





Read More