PHOTOS

Biopic of Guru Dutt: বলিউডে নয়া যুগের কারিগর গুরু দত্ত, প্রেম-বিরহ-মেধা আর মদে মাখামাখি বায়োপিক আসছে...

৯ জুলাই প্রয়াত অভিনেতা এবং পরিচালক গুরু দত্তের জন্মবার্ষিকি। শীঘ্রই আসতে চলেছে তাঁর বায়োপিক। সাহেব বিবি গোলাম, কাগজ কে ফুল, পেয়াসা ইত্য়াদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। 

Advertisement
1/6
গুরু দত্ত এবং ওয়াহিদা রেহমান
গুরু দত্ত এবং ওয়াহিদা রেহমান

৯ জুলাই প্রয়াত চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা গুরু দত্তের ১০০তম জন্মবার্ষিকি। তিনি ছিলেন ৫০-৬০ দশকের অন্য়তম অভিনেতা। 

2/6
গুরু দত্ত
গুরু দত্ত

গুরু দত্তের বিখ্য়াত কিছু ছবি হল- পেয়াসা(১৯৫৭),চৌধবিন কা চাঁদ(১৯৬০), কাগজ কে ফুল(১৯৫৯) এবং সাহেব বিবি গোলাম(১৯৬২)। এইসব ছবিতে  অভিনয়ে করেছেন ওয়াহিদা রেহমানও। 

3/6
গুরু দত্ত এবং ভিকি কৌশল
গুরু দত্ত এবং ভিকি কৌশল

রিপোর্ট অনুযায়ী বলিউডে আসছে গুরু দত্তের বায়োপিক। আর এই বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল। তাঁর প্রতিভা নিয়ে বলিউডের অন্দর থেকে দর্শকের মধ্য়ে কোন সন্দেহ নেই। সদ্য় মুক্তিপ্রাপ্ত 'ছাবা' ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। 

4/6
গুরু দত্ত
গুরু দত্ত

তবে ওয়াহিদা রেহমান জানান "এই চরিত্রে, বেশি অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতাকে ভালো মানাবে। যেমন-পঙ্কজ ত্রিপাঠী, নাসিরুদ্দিন সিদ্দিকি, পঙ্কজ কাপুর। তাঁর মতে এই সব অভিনেতার মুখে অভিজ্ঞতার ছাপ রয়েছে। যা তরুণ প্রজন্মের অভিনেতার মধ্য়ে নেই।"

5/6
গুরু দত্ত এবং ওয়াহিদা রেহমান
গুরু দত্ত এবং ওয়াহিদা রেহমান

শতবর্ষ পূর্তির কথা স্মরণ করে তিনি আরও বলেন, "আমি যখন গুরু দত্তের সঙ্গে কাজ করা শুরু করি, তখন কেউই ওনাকে চিনতেন না। আমি ওনার সঙ্গে কাজ করতে পেরে, নিজেকে খুব ভাগ্য়বতী বলে মনে করি। এখনও পর্যন্ত পেয়াসা ছবি চর্চা চলে ঘরে ঘরে। তাঁর সঙ্গে আমার প্রথম ছবি সিআইডি। তারপর পেয়াসা।" 

6/6
গুরু দত্ত
গুরু দত্ত

মাত্র ৩৯ বছর বয়সে মারা যান তিনি। তবে তাঁর ছবি এখনও ভক্তদের মাঝে বেঁচে আছে। 





Read More