PHOTOS

Fire Inicident: ট্যানারির গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে ১২ ইঞ্জিন...

Dhaka Fire: ঢাকার ট্যানারির গোডাউনে ভয়ংকর আগুন। ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

Advertisement
1/5

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকার হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইঞ্জিন।

2/5

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঢাকার ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন। টেলিফোনে তিনি বলেন, 'আজ দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। সাত তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইঞ্জিন পাঠানো হয়েছে।'

3/5

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। 

4/5

এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

5/5

ঢাকার ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ ঘণ্টায় ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। এদিকে রাজধানী ঢাকার হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছেন বিজিবির এক প্লাটুন সদস্য।





Read More