Mysterious Deaths: গ্রামে অজানা অসুখ ঘিরে আতঙ্ক ছড়াতেই স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রামজুড়ে আতঙ্কের আবহাওয়া। একের পর এক মৃত্যু। অজানা কেমিক্যাল গ্রাস করছে গ্রামবাসীদের প্রাণ।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধাল গ্রামে।
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন বহু।
সূত্র অনুযায়ী, গত ৪০ দিনে রাজৌরির বুধলা গ্রামে ১৬ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই কেমিক্যালের ফলে মস্তিস্কের উপর প্রভাব পড়ছে। মূলত ব্রেন ড্যামেজ হচ্ছে।
বর্তমানে স্বাস্থ্যআধিকারিকরা গোটা গ্রাম থেকে স্যাম্পেল কালেক্ট করছেন। সেগুলি যথারীতি পুনের একটি ল্যাবে টেস্ট করা হচ্ছে।