Arizona Plane Crash: ফের দুর্ঘটনা, ফের বিপত্তি। ঘটে গেল দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। ছড়িয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাঝ আকাশে ঘটল বড়সড় বিপত্তি। দুই ছোট যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার কারণ এখনও ঠিক মতনভাবে জানা যায়নি। জানা যাচ্ছে The Cessna 172S এবং Lancair 360 MK II এইদুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে।
দুটি বিমানই ছোট ছোট। একটি সিঙ্গেল ইঞ্জিনের আরেকটি দুটি সিটের।
ঘটনাটি ঘটেছে অ্যারিজোনায় মাঝ আকাশে। এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় মৃত্যু ২ জনের মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত ধোঁয়াশায় কীভাবে বিমান দুটির ধাক্কা লাগল। বিমানের ব্ল্যাকবক্স খুঁজে পেলেই দুর্ঘটনার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
গত একমাসে তথ্য অনুযায়ী উত্তর আমেরিকায় ৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে। আকাশপথে এত দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরাও।