PHOTOS

Deadly Plane Crash: ফের মাঝ আকাশে বিপত্তি! দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ, মৃত...

Arizona Plane Crash: ফের দুর্ঘটনা, ফের বিপত্তি। ঘটে গেল দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। ছড়িয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। 

Advertisement
1/6
বড়সড় বিপত্তি
বড়সড় বিপত্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাঝ আকাশে ঘটল বড়সড় বিপত্তি। দুই ছোট যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

 

2/6
দুর্ঘটনা
দুর্ঘটনা

দুর্ঘটনার কারণ এখনও ঠিক মতনভাবে জানা যায়নি। জানা যাচ্ছে The Cessna 172S এবং  Lancair 360 MK II এইদুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে।

 

3/6
সিঙ্গেল ইঞ্জিন
সিঙ্গেল ইঞ্জিন

দুটি বিমানই ছোট ছোট। একটি সিঙ্গেল ইঞ্জিনের আরেকটি দুটি সিটের। 

4/6
অ্যারিজোনা
অ্যারিজোনা

ঘটনাটি ঘটেছে অ্যারিজোনায় মাঝ আকাশে। এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় মৃত্যু ২ জনের মৃত্যু হয়েছে। 

5/6
ধোঁয়াশা
ধোঁয়াশা

এখনও পর্যন্ত ধোঁয়াশায় কীভাবে বিমান দুটির ধাক্কা লাগল। বিমানের ব্ল্যাকবক্স খুঁজে পেলেই দুর্ঘটনার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। 

6/6
বিমান দুর্ঘটনা
বিমান দুর্ঘটনা

গত একমাসে তথ্য অনুযায়ী উত্তর আমেরিকায় ৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে। আকাশপথে এত দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরাও। 





Read More