Hinjawadi-Maan Road accident: নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট ট্রাক উল্টে গেল দুই ছাত্রীর ঘাড়ে। মর্মান্তিক সিসিটিভি ফুটেজে দেখলে গা শিউড়ে উঠবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা। স্কুটি করে যাচ্ছিলেন দুই ছাত্রী। আচমকাই একটি সিমেন্ট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে গিয়ে এক্কেবারে তাদের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যায়।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, পুনেতে। নিহতরা দুজনেই ২১ বছর বয়সী। একজন প্রাঞ্জলি যাদব এবং অন্যজন আশলেশা গাওয়ান্দে। জানা যায়, শুক্রবার তারা দুজন স্কুটি করে দুপুর ৩.৪৫ নাগাদ হিঞ্জেওয়াড়ির দিকে যাচ্ছিলেন৷
পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। বাঁদিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। ট্রাকটি সাখর পাতিল চকে উল্টে যায়।
ওই সময় চৌরাস্তার মধ্যে দিয়ে দুজন ছাত্রী যাচ্ছিলেন। তাদের উপর ট্রাকটি উল্টে পড়ে। ট্রাকের নিচে পিষে তারা মারা যান।
মর্মান্তিক পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ট্রাকটি উল্টে যাওয়ার পর তার ঠিক সামনে অন্য একজন তার বাইক থেমে নেমে পালিয়ে যায়।
Pune: Two Women Killed as Mixer Truck Overturns on Hinjawadi-Maan Road Hinjawadi, January 24, 2025: A tragic accident on the Hinjawadi-Maan Road claimed the lives of two women when a mixer truck overturned and fell onto their two-wheeler. It is initially suspected that both the… pic.twitter.com/85EgeF8dU6
— Pune Pulse (@pulse_pune) January 24, 2025দুর্ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি তোলে। চালক অমল ওয়াঘমারেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।