21 July TMC Martyrs Day crowd in Alipore Zoo: একুশের সভায় যোগ দিতে এসে চিড়িয়াখানায় কেন? প্রশ্ন করলে তাঁদের একটাই বক্তব্য, যদিও অনেকে আবার...
সন্দীপ প্রামাণিক: এসেছিলেন একুশে জুলাইয়ের সভায় যোগ দেবেন বলে! মমতা-অভিষেকের বক্তব্য শুনবেন বলে!
কিন্তু এত ভিড় যে আর ধর্মতলার মঞ্চস্থান অবধি গিয়ে পৌঁছতে পারেননি। তাই একুশের সভা ছেড়ে ঘুরপথে গিয়ে পৌঁছলেন আলিপুর চিড়িয়াখানায়।
একুশের সভা উপলক্ষ্যেই যেন আলিপুর চিড়িয়াখানায় আজ বড়দিন বা নিউ ইয়ার্সের মতো ভিড়ের ঢল নামল।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনতে এসেছিলেন, তাঁরাই ভিড় জমালেন আলিপুর চিড়িয়াখানাতে।
মমতা-অভিষেকের বক্তব্য শোনার বদলে তাঁরা চিড়িয়াখানার বিভিন্ন জীবজন্তুদের দেখে উপভোগ করলেন।
প্রশ্ন করলে একটাই বক্তব্য, "প্রচন্ড ভিড়। ভিড়ে ঢুকতে পারিনি সভায়। তাই চিড়িয়াখানাকে উপভোগ করছি।"