21 July TMC Shahid Diwas: ১৯৯৮ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেন, সেই সময় থেকে প্রতি বছর তিনি একা একাই..
বিধান সরকার: গলায় ঝুলছে মমতার ছবি দেওয়া প্ল্যাকার্ড। একাই ট্রেনে ঘুরে ঘুরে ২১ জুলাইয়ের প্রচার চালাচ্ছেন মমতা ভক্ত।
ব্যান্ডেল থেকে হাওড়া, সব স্টেশনের নাম দিয়ে ছড়া লিখে বই ছাপিয়েছেন। 'একাই একশ মমতা' লিখে নিজেই ট্রেনে বিক্রি করেন হুগলির বাসিন্দা ভাই দাস।
ট্রেনে হকারি করেন। সকালে কয়েক ঘণ্টা হকারি। তারপর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ২১ জুলাইয়ের প্রচার। কখনও ট্রেনে, কখনও স্টেশনে, কখনও প্ল্যাটফর্মে। ১০ জুলাই থেকে ২০ জুলাই, এটাই তাঁর কাজ।
কেন করেন? ভাই দাস বলেন, ১৯৯৮ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেন, সেই সময় থেকে প্রতি বছর একুশে জুলাইয়ের ধর্মতলা সভার সমর্থনে প্রচার করেন তিনি। একা একাই।
মানুষকে আহ্বান করেন ২১ জুলাই ধর্মতলায় সভায় যাওয়ার জন্য। মমতাকে নিয়ে লেখা বই ওই দিন ধর্মতলায় বিক্রি করেন ভাই দাস। তবে ২১ জুলাই সমাবেশের প্রচার কোনও উদ্দেশ্য নিয়ে না। তাহলে?