23-Year-Old Kerala Youth Goes on Stabbing kills 5: দুপুর তিনটের সময়ে শুরু করে মাত্র কয়েকঘণ্টার মধ্যে ৬ জনকে ছুরির আঘাত, ৫ জনকে খুন! পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা?
ভয়ংকর! বছরতেইশের এক যুবক, নাম আফান, পরপর ৫ জনকে ছুরির আঘাতে খুন করল!
কাকে মেরেছে যুবকটি? গার্লফ্রেন্ড, ভাই, ঠাকুমা, কাকা, কাকিমাকে। সোমবার সন্ধেবেলা এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে।
কেন? কেন এই যুবক এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটাল? জানা গিয়েছে, ব্যবসায় তার কিছু লস হয়, সেজন্য আরবে তার বিপুল ঋণ হয়ে যায়।
সবচেয়ে ভয়ংকর হল আফান নামের যুবকটি তার মাকেও খুন করতে গিয়েছিল। পরে সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। আফানের মা শেমি এমনিতেই একজন ক্যানসার পেশেন্ট। ছেলের ছুরির আঘাতের পরে তিনি আইসিইউ-তে ভর্তি। তাঁর অবস্থা সংকটজনক।
আফান দোষ স্বীকার করেছে। তবে পুলিস পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। যুবকটি যা বলছে, তা কতটা সত্য, তা খতিয়ে দেখতে চাইছে পুলিস। পুলিস এ-ও দেখতে চাইছে, সে মাদকাসক্ত কি না।
কোথায় ঘটেছে এই হাড়হিম ঘটনা? কেরালার তিরুঅনন্তপুরমে। আফানকেও প্রাথমিক ভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কেননা, সে দাবি করেছিল, সে ইঁদুরমারা বিষ খেয়েছে। সে নিজেকেও শেষ করে দিতে চেয়েছিল। তবে ডাক্তারি পরীক্ষার পরে পুলিস তেমন কোনও কিছুর অস্তিত্ব পায়নি।