West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। আজ সেই পরিস্থিতি পাল্টাতে চলেছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী মঙ্গলবার থেকে।
অয়ন ঘোষাল: ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী মঙ্গলবার থেকে। আগামী পাঁচদিন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দিনাজপুরেও। দু-এক জেলায় ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। বিশেষত কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা।
দক্ষিণবঙ্গে আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা।মেঘলা আকাশের সম্ভাবনা। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে। পরবর্তী ৩ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। কাল সারাদিন গুমোট প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি ছিল কলকাতায়। আজ সেই পরিস্থিতি পাল্টাতে চলেছে।
মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময় একাধিক স্পেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সময় ৩০ কিলোমিটার বেগে দমকা হওয়া। বৃষ্টি থামলেই পরিস্থিতি ফের অস্বস্তিকর। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৮০ থেকে ৯৫ শতাংশ। আপাতত দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও রদবদল নেই।