PHOTOS

Sitai family mysterious death: করোনা আতঙ্কের মধ্যেই জ্বর-শ্বাসকষ্টে সিতাইয়ে ২২ দিনে একই পরিবারে মৃত ৩! মৃত্যু গবাদি পশুরও, চাঞ্চল্য...

Sitai family died with fever and breathing trouble symptoms: এলাকার সাধারণ মানুষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নমুনার রিপোর্ট আসবে ২-৩ দিনের মধ্যেই।

 

Advertisement
1/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

দেবজ্যোতি কাহালি: জ্বর-শ্বাসকষ্ট! কোচবিহারের সিতাই ব্লকের একই বাড়িতে পর পর ৩ জনের মৃত্যু! প্রত্যেকেরই উপসর্গ এক! আর তারপরই ছড়িয়েছে চাঞ্চল্য, উদ্বেগ। সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রামে এক পরিবারে পর পর তিনজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। আক্রান্তদের বাড়ি পরিদর্শন করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিও। মাত্র ২২ দিনের ব্যবধানে মারা যান স্বামী ও দুই স্ত্রী- জোনাকু বর্মন (৬৩), বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন (৫৭) এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন (৪৫)।

2/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের। এরপর ২৫ এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন। শেষে ১৪ মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। 

3/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

এই ঘটনার ঠিক দুই সপ্তাহ আগে জোনাকু বর্মন ও তাঁর ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোনও এক অজানা অসুখে মারা যায়। এরপর ওই পরিবারে পর পর তিনজনের মৃত্যুর ঠিক পরই ১৯ মে সোমবার আবার ওই এলাকাতেই, মৃত পরিবারের পাশের বাড়ি, পরেশচন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে। যা নিয়েও তীব্র উদ্বেগ ছড়িয়েছে।

4/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

স্থানীয় যুবক কামনিকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওঁদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষরক্ষা হয়নি। এক প্রতিবেশী পিংকি বর্মনের বক্তব্য, পরিবারে পাঁচ জন সদস্যের মধ্যে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। মৃত জয়ন্তী বর্মনের ভাই জল্পেশ বর্মন বলেন, সবাই দুশ্চিন্তায় আছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন, কিন্তু আমরা এখনও কিছুই বুঝে উঠতে পারছি না যে কেন এমনটা হল।

5/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

একই পরিবারের তিন সদস্য ও বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনা সামনে আসতেই আজ আক্রান্তদের বাড়ি পরিদর্শনে যান সিতাই বিডিও ও সিতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক। আক্রান্তদের বাড়ি গিয়ে সেখান থেকে তাঁরা নমুনা সংগ্রহ করেন। সিতাই বিডিও নিবিড় মন্ডল এই বিষয়ে জানান, স্যাম্পেল কালেকশন করে জেলা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কী! 

 

6/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

এই বিষয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি বলেন, কেন এমনটা হয়েছে সে ব্যাপারে ইতিমধ্যেই স্যাম্পেল কালেকশন করা হয়েছে। রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল কারণ। গবাদি পশু মারা যাওয়ার বিষয়টি প্রাণিসম্পদ দফতর দেখছে। একইসঙ্গে এলাকার সাধারণ মানুষ যাতে এই বিষয়ে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, সেকথাও বলেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

 

7/7
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!
দেশে করোনার আতঙ্ক, বাংলায় সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু!

এখন মৃত জোনাকু-ক্ষীরবালা ও জয়ন্তীর পরিবারে দুই সন্তান রাখাল বর্মন (২৪) ও অর্চনা বর্মন (১৫)। এই মুহূর্তে পরিবারে একেবারে একা এই দুই ভাই-বোন। তাঁদের ভবিষ্যৎ নিয়ে  চিন্তায় প্রতিবেশীরা। প্রশাসনের কাছে তাদের দায়িত্ব নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি দেশের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। যার মূলে রয়েছে ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট পিরোলা। যা বেশ সংক্রামক।





Read More