Delhi rain: বৃহস্পতিবার সন্ধ্যে থেকে নাগাড়ে ঝড়-বৃষ্টি দিল্লিতে। জলমগ্ন একাধিক এলাকা। প্রবল ঝড়ের মধ্যে ঘরের উপর গাছ পড়ে এক মহিলা এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারী বৃষ্টি জেরে জলমগ্ন রাজধানী। জল যন্ত্রনায় দিল্লিবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যে থেকে টানা বৃষ্টির জেরে ভাসছে দিল্লির একাধিক এলাকা। শুক্রবার ভোর থেকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে।
বিপর্যয়ের জেরে ৪০ টিরও বেশি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং প্রায় ১০০টি ফ্লাইট দেরিতে উড়বে।
এরই মাঝে মর্মান্তিক ঘটনা দ্বারকার জারফপুরে। প্রবল ঝড়ের কারণে গাছ এক বাড়ির উপর ভেঙে পড়ে। যার ফলে ছাদ ভেঙে এক মহিলা-সহ তিন বাচ্চার মৃত্যু হয়।
পুলিস এবং দমকল বাহিনী তাদের উদ্ধার করলেও, হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।
মৃতের স্বামী সামান্য আহত হয় বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শুক্রবার সকালে ভারত আবহাওয়া দফতর দিল্লিতে লাল সর্তকতা জারি করে দিয়েছে। তীব্র বজ্রপাত এবং ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। তবে, ভোরের দিকে, এটি কমলা সতর্কতায় নামিয়ে আনা হয়েছে।
মৌসম ভবন এ-ও জানিয়েছিল যে, বৃষ্টির সময় গাছের ডাল ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ এবং পরিবহণ ব্যবস্থা ক্ষতির মুখে পড়তে পারে। ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছিল তারা।
নাগাড়ে বৃষ্টির জেরে দিল্লির নাজেহাল দিল্লি। জলে জমে যাওয়ায় একাধিক রাস্তা বন্ধ। জলমগ্ন অবস্থায় রাস্তায় ডুবে রয়েছে শতাধিক গাড়ি। জলে ডুবেছে লাজপত নগর, মিন্টো রোড, দ্বারকা আন্ডারপাস, খানপুর-সহ বহু এলাকা।