Mumbai local train news: ভয়ংকর! লোকাল ট্রেনে মারাত্মক ভিড়। চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে গেল ১০-১২ যাত্রী। ঘটনাস্থলেই মৃত অন্তত ৫ যাত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল-কলেজ-অফিসে যাওয়ার সময় ট্রেনে ভয়ংকর ভিড় হয়। এমনকী বেশিরভাগ যাত্রীকেই ট্রেনের গেটে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আর এই চিত্র বেশি ফুটে ওঠে মুম্বইয়ে। বলা যেতে পারে, সব যাত্রীই নিজের প্রাণ হাত নিয়ে ট্রেনে যাতায়াত করে। যেকোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে জেনেও সকলে নিরুপায় হয়ে ট্রেনে ওঠে। এবার সেই আশঙ্কাই সত্যি হল।
ভিড়ে ঠেলাঠেলির জেরে চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে গেল ১০-১২ জন যাত্রী। যার মধ্যে অন্তত পাঁচজন যাত্রী মারা গিয়েছে বলে জানা গিয়েছে।
পুলিস কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১০ থেকে ১২ জন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। ঘটনাটি ঘটেছে থানে জেলার মুম্বরা স্টেশনের কাছে। ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কসারা রুটে যাচ্ছিল।
ভারতীয় রেল জানিয়েছে, ট্রেনের ভিতর অতিরিক্ত ভিড়ের কারণেই কিছু যাত্রী কামরা থেকে পড়ে যান। ইতোমধ্যেই রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মুম্বই লোকাল ট্রেনের জন্য যে নতুন ট্রেন কোচ (রেক) তৈরি হচ্ছে, সেগুলিতে অটোমেটিক ডোর ক্লোজার সুবিধা থাকবে।
পাশাপাশি, বর্তমানে ট্রেনেও এই ব্যবস্থা যুক্ত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী রেকগুলির নকশা নতুনভাবে তৈরি করা হবে।