PHOTOS

আইপিএল নিলাম ২০১৯ : গতবার 'আনসোল্ড', এবার 'কোটিপতি'

Advertisement
1/5
1
1

১. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড): গতবারের আইপিএল নিলামে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো আনসোল্ড থাকলেও এবার তাকে ২.২ কোটি টাকায় কিনেছে হায়দরাবাদ। যদিও আইপিএলের শেষ দিকে পাওয়া যাবে না বেয়ারস্টোকে। দেশের জার্সিতে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ইংল্যান্ড উড়ে যাবেন তিনি।

 

2/5
2
2

২. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা):  গতবার নিলামে আনসোল্ড থাকলেও এবার কিন্তু নিজের পুরোন দল মুম্বই ২ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই।

3/5
3
3

৩. কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) : দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যানটিকে গতবার নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি না নিলেও এবার দিল্লি ৬.৪০ কোটি দিয়ে কিনেছে কলিন ইনগ্রামকে।

4/5
4
4

৪. নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) : ক্যারিবিয়ান এই উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্বের বিভিন্ন লিগে খেলেন। গতবার আইপিএলে দল না পেলেও এবার প্রীতির পঞ্জাব তাঁকে কিনেছে ৪.২০ কোটি টাকা দিয়ে।

5/5
5
5

৫. শিবম দুবে (ভারত) : মুম্বাইয়ের এই অলরাউন্ডারকে গতবার আইপিএল নিলামে কেনে নি কেউ। এবার ৫ কোটি টাকা দিয়ে শিবমকে কিনেছে বিরাটের বেঙ্গালুরু।





Read More