PHOTOS

Akshaya Tritiya 2025: এই অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য তুঙ্গে উঠবেন এই রাশির জাতকেরা! টাকাপয়সার জোয়ারে ভাসবেন...

Akshaya Tritiya 2025 Lucky Zodiac Signs: অত্যন্ত শুভ দিন। এদিন দানধ্যান করতে হয়। এদিন সোনা বা রুপো কিনতে হয়। বিশ্বাস, এদিন যা কেনা হয়, তা অক্ষয় থাকে।

Advertisement
1/6
সৌভাগ্যের শীর্ষে
সৌভাগ্যের শীর্ষে

বৃহস্পতি ঢুকছে মিথুনে, শনি প্রবেশ করছে মীনে, সঙ্গে রয়েছে রাহু কেতুর সংযোজনও। আর অক্ষয় তৃতীয়ার শুভ সময়েই এই গ্রহ-তারা সংযোজনের জেরে পাঁচ রাশির জাতক-জাতিকার সময় অত্যন্ত ভালো যাবে। জেনে নিন কার কার।

2/6
বৃষ
বৃষ

এঁদের টানা উন্নতি ঘটবে। এঁদের মনোসংযোগ ঠিক থাকবে। ক্রমে ক্রমে কিন্তু অবধারিত উন্নতি হবে এঁদের। 

3/6
মিথুন
মিথুন

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বৃহস্পতির গতির জন্য মিথুনের উন্নতি ঘটবে। শনি ও রাহুর প্রভাবে মিথুনের দারুণ উন্নতি হবে। 

4/6
সিংহ
সিংহ

সিংহ রাশির মানুষজন প্রচুর উন্নতি ঘটবে। এঁদের নেতৃত্বশক্তি বাড়বে। মানসিক উদ্বেগ কমবে।

5/6
ধনু
ধনু

নতুন করে সমীকরণ তৈরি হবে। ব্যবসায় পার্টনারশিপ তৈরি হবে। রাহু এদের সৃজনীশক্তি বৃদ্ধি করবে।

6/6
তুলা
তুলা

তুলারাশির ভাগ্যে আসবে জোয়ার। বৃহস্পতি এ সময়ে এঁদের জন্য সুখের দরজা খুলে দেবেন। শনি, রাহু ও কেতু প্রত্যেকেই নানা ভাবে এঁদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তুলার উন্নতি কেউ আটকাতে পারবে না!

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More