PHOTOS

Road Accident: ভয়ংকর! হাড়হিম! দুর্ঘটনায় ৫৭৫ জনের প্রাণহানি! রাস্তায় বেরলে মৃত্যুই কি ভবিতব্য?

Bangladesh Road Accident Victim: পথদুর্ঘটনা একটা নাইটমেয়ার হয়ে যাচ্ছে বিশ্ব জুড়ে। একদিন আগেই ব্রাজিলে ও দক্ষিণ আফ্রিকায় ভয়ংকর বাস দুর্ঘটনা ঘটেছে।

Advertisement
1/6
৪৭৫ জনের প্রাণহানি!
৪৭৫ জনের প্রাণহানি!

সম্প্রতি একটি তথ্য় প্রকাশিত হয়েছে, যাতে শুধু একমাসের পরিসংখ্যান বেরিয়েছে। যা দেখে শিরদাঁড়া দিয়ে নিশ্চিত বয়ে যাবে ঠান্ডা স্রোত। শুধু অক্টোবরেই সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জনের প্রাণহানি ঘটেছে! যার মধ্যে ১৩৮টি মোটর সাইকেল দুর্ঘটনা। যাতে মারা গিয়েছেন ১৬৩ জন। আহত হয়েছেন ২৩৯ জন। 

2/6
৪৫২টি সড়ক দুর্ঘটনা!
৪৫২টি সড়ক দুর্ঘটনা!

গত অক্টোবরে সারা দেশে মোট ৪৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে! 

3/6
মৃত্যু নারীও শিশুর
মৃত্যু নারীও শিশুর

এর জেরে দেশ জুড়ে মোট ৪৭৫ জন মারা গিয়েছেন, ৮১৫ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১১৭ জন পথচারী, ৫৮ জন নারী, ৫১ জন শিশু। আর আক্রান্তের মধ্যে ১৩৭ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী, ৭৬ জন মহিলা এবং ৬২ জন শিশু। 

4/6
রেলদুর্ঘটনা
রেলদুর্ঘটনা

গত অক্টোবরে রেলপথে ৬৩ জন নিহত হয়েছিল। ২৪ জন আহত হয়েছিল। 

5/6
নৌ-পথে
নৌ-পথে

নৌ-পথে ঘটেছিল মোট ১৯টি দুর্ঘটনা। যাতে ২৪ জন মারা গিয়েছিলেন। ৩৬ জন আহত হয়েছিলেন। ৯ জন নিখোঁজ । 

6/6
৫৩৪ দুর্ঘটনায় ৫৭৫ জনের মৃত্যু!
৫৩৪ দুর্ঘটনায় ৫৭৫ জনের মৃত্যু!

ফলে সড়ক রেলপথ ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা চোখ কপালে তোলার মতো! মোট ৫৩৪টি দুর্ঘটনায় ৫৭৫ জনের মৃত্যু। ৮৭৫ জন আহত। এই সমস্ত পরিসংখ্যান আমাদের পড়শিদেশ বাংলাদেশের। কয়েকদিন আগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য প্রকাশ করে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা জানিয়েছেন। 





Read More