PHOTOS

BGBS 2025: বাংলার জন্য ৬ শিল্পপতি! জিন্দল, হর্ষবর্ধন নেওটিয়া থেকে মুকেশ আম্বানি এঁদের কার কী অঙ্গীকার...

BGBS 2025: আমরা এই রাজ্যে ইতিমধ্যে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। স্বদেশ নামে একটি স্টোর খোলা হবে। রাজ্যে বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী নিজেকে ১০০ শতাংশ নিয়োগ করেছেন।

Advertisement
1/7
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার থেকে শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। লক্ষ্য, বিনিয়োগ। রাজ্য পালাবদলের পর, প্রতিবছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে সরকার। ২০২৩ সালে শেষ এই বাণিজ্য সম্মেলন হয়েছিল। তারপর ফের ২০২৫ সালে আয়োজন করা হল।

 

2/7
মুকেশ আম্বানি (রিলায়েন্স)
মুকেশ আম্বানি (রিলায়েন্স)

'মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে বাংলার বাণিজ্য একটি উচ্চতায় পৌঁছেছে। ২০১৬ সালে প্রথম BGBS-এর সময়ে রিলায়েন্সের বিনিয়োগ এখানে ২০০০ কোটি টাকার কম ছিল। সেখান থেকে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে আগামিদিনে।' পাশাপাশি তিনি আরও বলেন, 'স্বদেশ নামে একটি স্টোর খোলা হবে। জামদানি, মুর্শিদাবাদি সিল্ক, বিষ্ণুপুরী বালুচরী, মসলিন, কাঁথা স্টিচের কারুকাজ ও শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে।'

 

3/7
সঞ্জীব গোয়েঙ্কা (আরপিএসজি)
সঞ্জীব গোয়েঙ্কা (আরপিএসজি)

'আমি এই শহরেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। তাই এটি আমার বাংলা। আমরা এই রাজ্যে ইতিমধ্যে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও প্রায় ১০ হাজার টাকা বিনিয়োগ করবো।'

4/7
হর্ষবর্ধন নেওটিয়া (অম্বুজা গ্রুপ)
হর্ষবর্ধন নেওটিয়া (অম্বুজা গ্রুপ)

'স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ১৫০০ কোটি টাকা বিনিয়োগ ৫টা হাসপাতাল রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং সহ আরও বেশ কিছু জেলায় নতুন প্রোজেক্ট করব আমরা যেখানে প্রায় ১২০০ কোটি টাকার বিনিয়োগ আছে।'

5/7
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি

'রাজ্যে বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী নিজেকে ১০০ শতাংশ নিয়োগ করেছেন। এবং আমিও এই রাজ্যে একটি ক্ষুদ্র বিনিয়োগ করছি।'

6/7
সজ্জন জিন্দাল (জেএসডব্লিউ)
সজ্জন জিন্দাল (জেএসডব্লিউ)

'১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে শালবনিতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়া প্রায় ২০০০ একর জমির উপর একটা শিল্পতালুক তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

7/7
সঞ্জীব পুরী (আইটিসি)
সঞ্জীব পুরী (আইটিসি)

'প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে আমাদের এই রাজ্যে। আমরা এখানে গ্লোবাল সেক্টর ফর ইন্টেলিজেন্স তথা কৃত্রিম মেধার হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছি।'     





Read More