PHOTOS

Gaza Killings: বাঁচার তাগিদে দুমুঠো খাবার পেতে দৌড়েই আঘাত হানল 'মৃত্যু'... ছাড় নেই শিশুদেরও, ৬১৩ লা*শের সারি...

Gaza killings:  শুধুই নিথর লাশের সারি। কড়া নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র। বলেছেন, 'এটা অগ্রহণযোগ্য'।

 

Advertisement
1/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ত্রাণ শিবিরের উদ্দেশে যাচ্ছিলেন ওরা। ঠিক সেইসময় ওদের উপর আঘাত হানে ইজরায়েলি বোমা-গুলি। রক্তাক্ত। নিথর। লুটিয়ে পড়েন মাটিতে। 

 

2/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

একজন বা দুজন নয়। শয়ে শয়ে প্যালেস্তানীয়ের মৃত্যু হয় শুধু ত্রাণ শিবিরে পৌঁছনোর পথেই। মর্মান্তিক এই ছবিটা গাজা ভূখণ্ডের।  

 

3/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

শুক্রবার ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। যারমধ্যে ৮ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।

 

4/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

অন্যদিকে আরেকটি হাসপাতালে সাহায্যের অপেক্ষায় থাকা ২০ জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন।

 

5/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

রাষ্ট্রসংঘের মতে শুধু এভাবে ত্রাণ শিবিরে পৌঁছনোর পথেই গাজায় ইজরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৬১৩।

 

6/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

এই খবর জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি। এভাবে হামলার কড়া নিন্দা করেছেন তিনি। বলেছেন, 'এটা অগ্রহণযোগ্য'।

 

7/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

তিনি বলেছেন, "ইসরায়েলি সেনা গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ত্রাণ শিবিরে পৌঁছানোর সময়ই প্যালেস্তানীয়দের উপর গোলাবর্ষণ করেছে ও গুলি চালায়।"

 

8/8
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩
ত্রাণ নিতে গিয়েই গাজায় মৃত ৬১৩

রাষ্ট্রসংঘের তরফে মে মাসের শেষের দিকে গাজায় মানবাধিকার কার্যক্রম শুরু করা হয়। আর তারপর থেকে এই কদিনেই ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে।





Read More