Tsunami Alert: সুনামির ভয়াল ঢেউ কি ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প পেরুতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২।
আর তারপরই জারি করা হয় সুনামির সতর্কতা।
মধ্য পেরুর উপকূলে হয় ভূমিকম্প। আতিকুইপা জেলায় প্রথম কম্পন হয়।
আর সেই ভূমিকম্পের পরই উপকূলে জারি করা হয় সুনামির সতর্কতা।
বলা হয়, ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। যদিও পরে প্যাসিফিক ওশিয়ান সেন্টার সেই সম্ভাবনা খারিজ করে দেয়।