PHOTOS

Maha Kumbh Mela 2025: নদীপথে ৫৫০ কিমি পথ ভ্রমণ! বিহারের গ্রাম থেকে মহাকুম্ভে এলেন ৭ 'ম্যাজিকম্যান'...

7 Men Travel 550 km By Boat | Maha Kumbh Mela 2025: ট্রেন নেই, বাস নেই, ট্রেনের টিকিট নেই, বাসে সিট নেই, মহা অব্যবস্থা। এর উপর আছে দুস্তর জ্যাম। কীভাবে সম্ভব কুম্ভে পৌঁছনো? সম্পূর্ণ অন্য পথ ধরলেন এঁরা।

Advertisement
1/6
কামহারিয়া থেকে
কামহারিয়া থেকে

বিহারের বক্সারের কামহারিয়া গ্রামের সাত ব্যক্তি ৫৫০ কিমি যাত্রা করলেন। 

2/6
সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত
সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত

তাঁরাও শুনেছেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত ঘটেছে প্রয়াগরাজের মহাকুম্ভে। সেটা একটু নিজের চোখে দেখবেন না?

3/6
পথের অব্যবস্থা
পথের অব্যবস্থা

সেই ইচ্ছা থেকেই ক্রমে তাঁদের মহাকুম্ভে পৌঁছে যাওয়ার সাধ হয়েছে। কিন্তু পথের অব্যবস্থা তাঁদের পিছিয়ে দিয়েছে। তবে তাঁরা ভয় পাননি।

4/6
নৌকা করে
নৌকা করে

মাথা খাটিয়ে সম্পূর্ণ ভিন্ন রাস্তা বের করেছেন তাঁরা। নৌকা করে পৌঁছে গিয়েছেন তাঁরা প্রয়াগরাজের মহাকুম্ভের আসরে। 

5/6
যাত্রা শুরু
যাত্রা শুরু

টানা দু'দিন নদীর বুকে ভ্রমণ করে জলপথে তাঁরা পৌঁছেছেন প্রয়াগরাজে। তাঁরা নৌকায় মোটর লাগিয়ে নিয়েছিলেন। সঙ্গে কিছু খাবার ও জল নিয়ে নিয়েছিলেন। এই ভাবে প্রস্তুতি সম্পূর্ণ করে তাঁরা ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন। ৬ কিমি অন্তর তাঁরা পালা করে হাল ধরে বসে থেকেছেন। পালা করে রাত জেগেছেন। 

6/6
১৩ ফেব্রুয়ারি স্নান!
১৩ ফেব্রুয়ারি স্নান!

এই ভাবে দুদিনের মাথায় ১৩ ফেব্রুয়ারি তাঁরা কুম্ভে পৌঁছন। ওই দিনই স্নান করেন। তারপর ঘরে ফিরে আসেন ১৬ ফেব্রুয়ারি। প্রায় ৫৩ কোটি মানুষ মেলায় পা রেখেছেন। এই সাতজন তাঁদেরই অংশ।





Read More