Madhya Pradesh Shocking report: ভয়ংকর এই তথ্য বিধানসভায় তুলে ধরেছেন খোদ মন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিদিন তফশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের ৭ মহিলাকে ধর্ষণ!
২০২২ থেকে ২০২৪, ২ বছরের মধ্যে তফশিলি জাতি-উপজাতির ৭,৪১৮ মহিলা শিকার হয়েছেন যৌন নির্যাতনের।
নিখোঁজ ২৩ হাজারেরও বেশি মহিলা ও মেয়ে। ভয়ংকর এই তথ্য বিধানসভায় তুলে ধরেছেন খোদ মন্ত্রী।
ভয়ংকর এই পরিসংখ্যান মধ্যপ্রদেশের। যেখানে ৫৫৮ জন মহিলাকে খুন ও ৩৩৮ জনকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
সরকারি পরিসংখ্যানই বলছে, মহিলা ধর্ষণে রাজ্যে অভিযুক্ত ২৯২ জন। আর নাবালিকা নির্যাতনে অভিযুক্ত ২৮৩ জন।
কিন্তু ৫৭৫ জন-ই এখনও পলাতক। অবাধে ঘুরে বেড়াচ্ছে তারা। এমনকি ১,৫০০ জনেরও বেশি অভিযুক্ত বর্তমানে নিখোঁজ।