Best Bengali Film in National Award: সেরা বাংলা ছবি হিসাবে শুক্রবার জাতীয় পুরস্কার পায় অর্জুন দত্তের ছবি 'ডিপ ফ্রিজ'(Deep Fridge)। মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। জাতীয় পুরস্কার জেতার খবর পেয়ে আনন্দে আত্মহারা পরিচালক অর্জুন।
সৌমিতা মুখোপাধ্যায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে শুক্রবার ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার। ২০২৩ সালের ছবি ছিল এবছরের প্রতিযোগিতার দৌড়ে। সেই দৌড়েই সেরা বাংলা ছবির পুরস্কার পায় অর্জুন দত্তের ছবি 'ডিপ ফ্রিজ'(Deep Fridge)।
অর্জুনের পরিচালনায় 'ডিপ ফ্রিজ' সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)।
সিনেমাটি ভারতের একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এবার জাতীয় মঞ্চে সম্মানিত হল এই বাংলা ছবি।
অর্জুনের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালকের গলায় উচ্ছ্বাসের সুর। পরিচালক বলেন, "আমার কিচ্ছু বলার নেই। আজ আমি বাকরুদ্ধ। এটা আমার কাছে পরাবাস্তব (Surreal)"।
পরিচালক আরও বলেন, "ডিপফ্রিজ করার সময়েই আমার মা অসুস্থ হয়ে পড়েন। ডিপফ্রিজের পর পরই ২০২৪ সালের মাকে হারাই। মাকে ছবিটাও দেখাতে পারিনি। নির্ঘাত মা উপর থেকে কোনও কনকাঠি নেড়েছে। না হলে এটা হতই না"।
"ডিপ ফ্রিজ" এক প্রাক্তন স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতার গল্প। নতুন সম্পর্কের ভিড়ে কি পুরোনো সম্পর্কের বুনন শিথিল হয়ে পড়ে? নাকি মনের মধ্যেকার টান রয়ে যায় চিরন্তন? কোন উপসংহারে পৌঁছবে হিম শীতল হয়ে আসা এই সম্পর্কের গল্প? সেই গল্পই শোনাবে অর্জুন দত্তের পরবর্তী ছবি "ডিপ ফ্রিজ"।