7th Pay Commission: হোলির আগেই বাড়তে পারে বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করা হতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসেই বর্ধিত হারে ডিও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য় সুখবর। হোলির আগেই বাড়তে পারে বেতন।২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। আর ২০২৬ সাল থেকেই অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা। অষ্টম পে কমিশনের ফলে শুধু কেবল ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীই উপকৃত হবেন না, বরং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীও উপকৃত হবেন।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসেই বর্ধিত হারে ডিও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে হোলির আগে তাদের মুখে বাড়তি হাসি ফুটতে পারে।
মহার্ঘ ভাতা বৃদ্ধি বছরে দুবার ঘোষণা করা হয় (জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর)। কেন্দ্র মুদ্রাস্ফীতি অনুযায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করে থাকে। ডিএ বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
মূল বেতন বাড়তে পারে ৪০-৫০%! বিশেষজ্ঞরা বলছেন, যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ থেকে ২.৮৬ এর মধ্যে হয়, তাহলে অষ্ট পে কমিশনে মূল বেতন ৪০-৫০% বৃদ্ধি পেতে পারে। আনুপাতিক ভাবে বাড়বে পেনশনও।
এর আগে ডিএ বেড়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। সেইসময় তারা ৩ শতাংশ হারে বর্ধিত ডিএ পেয়েছিল। ফলে ৫০ শতাংশ থেকে একলাফে এই ডিএ হয়েছিল ৫৩ শতাংশ। এবার ফের নতুন করে ডিএ বাড়লে ফের খানিকটা স্বস্তি।