PHOTOS

প্রয়াত ফুটবলার ধনরাজনের পরিবারের সাহায্যার্থে প্রদর্শনী ম্যাচে একসঙ্গে বাংলার তিন প্রধান ক্লাব

Advertisement
1/5
Charity match for Radhakrishnan Dhanarajan
Charity match for Radhakrishnan Dhanarajan

প্রয়াত ফুটবলার ধনরাজনের পরিবারের সাহায্যার্থে এগিয়ে এল কলকাতা ময়দান। প্লেয়ার্স ফোরাম অ্যাসোসিয়েশন, আইএফএ আর ইনকাম ট্যাক্স এর সহযোগিতায় অনুষ্ঠিত হল এক প্রদর্শনী ম্যাচ।

2/5
Charity match for Radhakrishnan Dhanarajan
Charity match for Radhakrishnan Dhanarajan

মহামেডান মাঠে অনুষ্ঠিত সেই প্রদর্শনী ম্যাচে অংশ নিতে হাজির ছিলেন কলকাতার প্রাক্তন ফুটবলাররা। ছিলেন বাংলার ক্রিকেটার অশোক দিন্দা।

3/5
Charity match for Radhakrishnan Dhanarajan
Charity match for Radhakrishnan Dhanarajan

দীর্ঘদিন বাদে আবার ময়দানে একসঙ্গে খেললেন ব্যারেটো, মেহতাব, দেবজিত ঘোষেরা। ড্রেসিংরুমে খুনসুটিতে মাতেন আলভিটো-অর্ণবরা।

4/5
Charity match for Radhakrishnan Dhanarajan
Charity match for Radhakrishnan Dhanarajan

ধনরাজনের পরিবারকে আর্থিক সাহায্য করতে এগিয়ে আসে কলকাতার ৩ প্রধানও। প্রয়াত ফুটবলারের স্ত্রী আর কন্যার হাতে তুলে দেওয়া হয় সেই অর্থ।

5/5
Charity match for Radhakrishnan Dhanarajan
Charity match for Radhakrishnan Dhanarajan

ইস্টবেঙ্গল আর মোহনবাগান ১ লক্ষ টাকা করে আর মহমেডান ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করে।





Read More