PHOTOS

একদিন আগেই জেল থেকে বেরিয়েছেন, সান্তাক্রুজ থানায় হাজির রিয়া চক্রবর্তী

Advertisement
1/7

বুধবারই বোম্বে হাইকোর্ট রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার, সান্তাক্রুজ থানায় হাজির হতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। 

 

ছবি- ভাইরাল ভায়ানি

2/7

বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর সঙ্গে সান্তাক্রুজ থানায় হাজির হন রিয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী।

3/7

বুধবার রিয়াকে শর্ত সাপেক্ষে জামিন দেন বোম্বে হাইকোর্ট। যে শর্তগুলির মধ্যে একটি হল, জামিনে মুক্তির পর টানা ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থানার হাজির দিতে যান রিয়া।

 

ছবি- ভাইরাল ভায়ানি

 

4/7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#RheaChakrobarty and her dad today at Santacruz police station.

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

বুধবার বম্বে হাইকোর্টের তরফে রিয়ার জামিন মঞ্জুর করা হলেও দেওয়া হয় ৫টি শর্ত। আদলতের নির্দেশ অনুযায়ী দেশের বাইরে বের যেতে পারবেন না রিয়া চক্রবর্তী। থানায় জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। 

5/7

যদি কোনও কারণে রিয়াকে মুম্বইয়ের বাইরে যেতে হয়, তাহলে তদন্তকারী অফিসারকে তা জানাতে হবে।

6/7

পাশাপাশি জামিনের জন্য আদালতের কাছে ১ লক্ষ টাকা জমা করতে হবে রিয়াকে।  বন্ডের এক লক্ষ জমা করার জন্য রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে কয়েকদিন সময় চেয়েছেন। 

7/7

এদিকে রিয়া চক্রবর্তী জামিনে মুক্ত হলেও বোম্বে হাইকোর্ট এখনও সৌভিক চক্রবর্তীর জামিন মঞ্জুর করেননি।





Read More