Severe Cyclone ar Saudi: এনসিএম সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে | মক্কার কিছু অংশ, বিশেষ করে জেদ্দা অঞ্চলে, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাতাস ও বৃষ্টিপাত হতে পারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াদপ্তর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য সতর্কতাও জারি করা হয়েছে।
সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনসিএম সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এসময়ে রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা ও মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আজান অঞ্চলে আজ রাত ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হালকা বৃষ্টি ও তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। মক্কার কিছু অংশ, বিশেষ করে জেদ্দা অঞ্চলে, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাতাস ও বৃষ্টিপাত হতে পারে।
এ সময়ে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ করে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং বন্যাপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা।