Bengal Weather Forecast: গতকালই জানা গিয়েছে এবার মৌসুমি বাতাস একটু আগেই ঢুকছে ভারতে। ফলে বাংলাতেও বর্ষা একটু তাড়াতাড়িই ঢুকবে।
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকায় একটা সাইক্লোনিক সারকুলেশন দেখা দিতে চলেছে।
এই সাইক্লোনিক সারকুলেশন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এবং এর সন্নিহিত উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গে।
এর জেরে আগামী ২২ মে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে।
পরে এই নিম্নচাপটি-বলয়টি উত্তরপূর্বে সরবে এবং একটি আগামী ২৪ মে নাগাদ এটি মধ্য় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হবে।
এই সময়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়বে।
এর জেরে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।